T20 World Cup 2021: আজ মান রাখার পালা বিশ্বচ্যাম্পিয়নদের
প্রত্যাশার চাপ নিয়ে আজ মাঠে নামতে হবে ইংল্যান্ডকে। টুর্নামেন্ট শুরুর চার ম্যাচে জয়, কিন্তু শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার। তার আগের ম্যাচেই চেপে ধরেছিল শ্রীলঙ্কাও। কোথাও কি দাপটের রাস আলগা হচ্ছে? সেখানে কি চেপে বসতে পারে প্রতিপক্ষ? প্রশ্নগুলো ইংল্যান্ডে শিবিরের মধ্যেও। দলের কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।
আবু ধাবি : টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শুরুর আগে থেকে যে দলগুলোকে ফেভারিটের তালিকায় রাখা হচ্ছিল তার মধ্যে ইংল্যান্ড (England) অন্যতম। যেমন তকমা তেমন কাজ। গ্রুপ পর্বে দাপট দেখিয়ে শেষ চারের টিকিট পাকা করেছে ইংল্যান্ড। তবে আজ লড়াইটা একেবারে অন্য। প্রতিপক্ষ যে নিউজিল্যান্ড (New Zealand)। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে যাদের হারিয়ে ট্রফি জিতেছিল মর্গ্যানের দল। অনেকেই বলে থাকেন সেদিন ট্রফিটা নিউজিল্যান্ডকে হারিয়ে জিততে পারেনি ইংল্যান্ড। শুধুমাত্র নাকি আইসিসির অদ্ভুত নিয়মে ট্রফি উঠেছিল তাদের হাতে। বেশি বাউন্ডারি মারার সুবাদে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে আজ যেমন বদলার ম্যাচ তেমন ইংল্যান্ডের কাছে লড়াইটা মান রক্ষার। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যে ফ্লুক ছিল না, আজ তাদের সেটাই প্রমাণ করার তাগিদ। ২০১৯ এর ফাইনাল ইয়ার ২০২১ এর সেমিফাইনাল এর মাঝে ৮৫০ দিন পেরিয়ে গেছে। দুটো দল অনেকটাই বদলে গেছে। কিন্তু তাও দুই দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা একই রকম আছে।
প্রত্যাশার চাপ নিয়ে আজ মাঠে নামতে হবে ইংল্যান্ডকে। টুর্নামেন্ট শুরুর চার ম্যাচে জয়, কিন্তু শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার। তার আগের ম্যাচেই চেপে ধরেছিল শ্রীলঙ্কাও। কোথাও কি দাপটের রাস আলগা হচ্ছে? সেখানে কি চেপে বসতে পারে প্রতিপক্ষ? প্রশ্নগুলো ইংল্যান্ডে শিবিরের মধ্যেও। দলের কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। জেসন রয় (Jason Roy) চোটের জন্য ছিটকে গেছে না পাওয়া যাবে না পেস বোলার টাইমাল মিলসকেউ। ওপেন করে দেন কে? জস বাটলার (Jos Buttler) এর সঙ্গী হওয়ার জন্য দুটো নাম মরগানের মাথায়। প্রথমত আরেক উইকেট কিপার জনি বেয়ারস্টো। দ্বিতীয় নামটা মালানের। কাকে দিয়ে শুরু করবেন এখনো ভেবে উঠতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। অনেকে বলছেন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা হতে পারে। তবে অধিনায়ক অনেকটা স্বস্তিতে নিজের ফর্ম নিয়ে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ভূমিকা নিতে হবে অলরাউন্ডার মঈন আলিকে। তার অফস্পিন এবং বাঁহাতি ব্যাটিং। আবুধাবির উইকেটে কার্যকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। জেসন রয়ের বোতলে বাস্তব আমালান ওপেন করবেন কিন্তু প্রথম ১১ আসবেন কে? সেটাও একটা ভাবনা ইংল্যান্ড অধিনায়ক এর। আবু ধাবির উইকেট ব্যাটসম্যানদের সাহায্য করে তাই অনেকেই বলছেন বাড়তি ব্যাটসম্যান খেলাতে। আবার ক্রিকেটমহলে একটা অংশের মতে বাড়তি বোলারের ভাবনা। সবাই তাদের এগিয়ে রাখলেও ইংল্যান্ড কিন্তু নিজেদের ফেভারিট মানতে নারাজ। বরং প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছে তারা। একটা ভুল চাল ম্যাচের রং বদলে দিতে পারে। তাই ঈমান রক্ষার ম্যাচে মেপে পা ফেলতে চায় বিশ্বচ্যাম্পিয়নরা।