সেপ্টেম্বরে আইপিএল হলে পাওয়া যাবে না মর্গ্যানদের

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে হতে পারে আইপিএলের বাকি ম্যাচগুলি। সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষে দেশের বাইরে হবে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। সেইসময় বাংলাদেশ আর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দুটো সফরে খেলতে আসবেন মর্গ্যানরা

সেপ্টেম্বরে আইপিএল হলে পাওয়া যাবে না মর্গ্যানদের
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: May 11, 2021 | 4:16 PM

লন্ডন: কোভিডের কারণে মাঝপথে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। আইপিএলের বাকি ম্যাচগুলি দেশের বাইরে করতে মুখিয়ে বোর্ড। সংযুক্ত আরব আমিরশাহি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড- বোর্ডের ভাবনায় রয়েছে অনেক দেশ। যেখানে ক্রিকেটাররা সুরক্ষিত থাকবেন, সেখানেই হবে আইপিএল চোদ্দর দ্বিতীয় পর্ব। তবে আইপিএলের বাকি ম্যাচ অনুষ্ঠিত হলে, ইংল্যান্ডের ক্রিকেটারদের পাওয়া যাবে না। জানিয়ে দিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যাশলে জাইলস।

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে হতে পারে আইপিএলের বাকি ম্যাচগুলি। সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষে দেশের বাইরে হবে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। সেইসময় বাংলাদেশ আর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দুটো সফরে খেলতে আসবেন মর্গ্যানরা। জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকার জন্যই আইপিএলের দ্বিতীয় পর্বে পাওয়া যাবে না মর্গ্যান, বেয়ারস্টোদের। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যাশলে জাইলস বলেন, ‘পাকিস্তান আর বাংলাদেশ সফর হলে ইংল্যান্ডের ক্রিকেটাররা জাতীয় দলের হয়েই খেলবেন। সে সময় আইপিএল হলে তাঁরা খেলতে পারবেন না।’

আরও পড়ুন:কোভিড মোকাবিলায় প্রদর্শনী ম্যাচে আনন্দ

এ দিকে ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। ২টো টেস্ট ম্যাচের সিরিজ খেলবেন রুটরা। টেস্ট সিরিজে নতুন ক্রিকেটারদের খেলানোর ইঙ্গিত দিয়েছেন জাইলস। এ দিকে ভারত থেকে ইংল্যান্ডে ফিরে ১০ দিনে কোয়ারান্টিনে আছেন জস বাটলার, মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকসরা।