
অপেক্ষার অবসান। অবশেষে শুরু হল ওডিআই বিশ্বকাপ ২০২৩। দীর্ঘ এক যুগ পর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। শুরুতে এক পেশে ম্যাচ। প্রথম দিনের ম্যাচে বিশ্বকাপ অভিযান শুরু করে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউয়িরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান করে ইংল্যান্ড। চোটের কারণে বেন স্টোকসকে পাওয়া যায়নি। তেমনই খেলেননি নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক উইলিয়ামসনও। ২৮৩ রানের লক্ষ্যে নেমে শুরুতেই উইল ইয়ংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। কিন্তু অভিজ্ঞ ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্রর অবিচ্ছিন্ন জুটি ৩৬.২ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। এই ম্য়াচের লাইভ স্কোর পাবেন TV9 বাংলা Sports-এর লাইভ ব্লগে।
গতবারের ফাইনালিস্টদের পিছনে ফেলে বিশ্বকাপ অভিযান শুরু করল কিউয়িরা। ২৮৩/১ স্কোর নিয়ে শেষ হল ওপেনিং ম্যাচ। নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার থ্রি লায়ন্সদের।
চেনা মাঠে সেঞ্চুরি ডেভন কনওয়ের। এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি এল কিউয়ি ওপেনারের ব্যাটে। আইপিএলের সৌজন্যে ভারতের পরিবেশ পরিস্থিতি জানা সিএসকের এই ওপেনারের। তাঁর পরই সেঞ্চুরি রচিন রবীন্দ্রর। প্রথম বিশ্বকাপ খেলছেন এই তরুণ ব্যাটার। ‘বিশ্বকাপ’ অভিষেক স্মরণীয় করে রাখলেন রবীন্দ্র।
দুর্দান্ত ফর্মে নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত একটি মাত্র উইকেট হারিয়েছে তারা। ঝুলিকে ২২৬ রান।
২০ ওভার শেষে কিউয়িদের ঝুলিতে ১৫৫ রান।
প্রতিপক্ষ গতবারের বিজয়ী দল। তাদের সামনে মাথা তুলে দাঁড়িয়েছে কিউয়ি শিবির।
ভরসা ছিল ইয়ং-এ। তবে তাঁকে মাঠ ছাড়া করলেন স্য়াম করণ। রানের খাতাই খোলা হল না তাঁর।
কিউয়িদের ইনিংস শুরু। বদলা নিতে ব্যাট হাতে নেমে পড়েছেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং।
ঝুলিতে ২৮৯ রান নিয়ে মাঠ ছাড়ালেন থ্রি লায়ন্সরা। উইকেট হারিয়েছেন ৯ টি। জিততে হলে কিউয়িদের দখলে চাই ২৯০ রান।
হাতে আর ১ উইকেট থ্রি লায়ন্সদের। মাঠ ছাড়লেন স্যাম করণ।
ভালো ছন্দে ছিলেন জো রুট। ৭৭ রান করে মাঠ ছাড়লেন। রুটের উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস।
৪০ ওভার শেষে ৬ টি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ঝুলিতে ২২৬ রান।
খেলা এগোচ্ছে। ভরছে রানের ঝুলিও। ২৭ ওভারে থ্রি লায়ন্সদের ঝুলিতে ১৫২ রান। উইকেটে পড়েছে ৪ টি।
৩৩ রান করে মাঠ ছাড়লেন জনি বেয়ারস্টো। মিচেল স্যান্টেনারের হাতেই হার স্বীকার জনির।
১০ ওভার শেষে ল্যাথামদের ঝুলিতে ৫৪ রান। মালানের জায়গায় মাঠে জো রুট।
১৪ রান করে আউট ডেভিড মালান।
৪ ওভার শেষে থ্রি লায়ন্সদের ঝুলিতে ২৬ রান। এখনও পর্যন্ত কোনও উইকেটের দেখা পাননি কিউয়িরা।
বিস্তারিত পড়ুন: বিশ্বকাপের মহাযুদ্ধে নামার আগে বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির