আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিরেছে এই টুর্নামেন্টে। ২০১৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। তার আগে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। আর গত সংস্করণে রানার্স। ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এ বার তারাই আয়োজক। যদিও টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু মিনি বিশ্বকাপ। প্রাথমিক স্কোয়াডে যা বদলের করে ফেলেছে অংশগ্রহণকারী আটটি দেশ। খুব বড় চোটের আঘাত না ঘটলে আর পরিবর্তনের সুযোগ নেই।
জেনে নেওয়া যাক আট দলের ফাইনাল স্কোয়াড-
গ্রুপ এ
ভারত-রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাডেজা, বরুণ চক্রবর্তী।
বাংলাদেশ-নাজমুল হোসেন শান্ত (ক্যাপ্টেন), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, জাকের আলি অনিক, মেহদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
নিউজিল্যান্ড-মিচেল স্যান্টনার (ক্য়াপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, উইল ও’রুরকি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, জ্যাকব ডাফি।
পাকিস্তান-মহম্মদ রিজওয়ান (ক্যাপ্টেন), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরফ, খুশদিল শাহ, সালমান আলি আঘা, উসমান খান, আবরার আহমেদ, হ্যারিস রউফ, মহম্মদ হসনেইন, নাসিম শাহ, শাহিন আফ্রিদি।
গ্রুপ বি
আফগানিস্তান-হাসমতুল্লা শাহিদি (ক্যাপ্টেন), ইব্রাহিম জাদরান, রহমানুল্লা গুরবাজ, সিদ্দিকুল্লা অটল, রহমত শাহ, ইকরাম আলি খিল, গুলবদিন নায়েব, আজমতুল্লা ওমরজাই, মহম্মদ নবি, রশিদ খান, নঙ্গল খরোটি, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নাভেদ জাদরান।
ইংল্য়ান্ড- জস বাটলার (ক্যাপ্টেন), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্য়ান্টন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভার্টন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।
অস্ট্রেলিয়া- স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়েরিস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙ্ঘা, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।
দক্ষিণ আফ্রিকা- তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্কব়্যাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুনগি এনগিডি, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, কর্বিন বশ।