Kulwant Khejroliya: মূল্য দেয়নি KKR, রঞ্জিতে চার বলে ৪ উইকেট নিয়ে ইতিহাসে প্রাক্তন নাইট তারকা
২০২৩ সালের আইপিএলের নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে মধ্যপ্রদেশের পেসার কুলবন্ত খেজরোলিয়াকে কিনেছিল কেকেআর। গত আইপিএলে কেকেআরের জার্সিতে ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কুলবন্ত খেজরোলিয়া। তাতে তিনি নিয়েছিলেন ২টি উইকেট। পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তাঁকে ছেড়ে দেয় শাহরুখের দল। এ বার তিনিই জ্বলে উঠলেন।
কলকাতা: ইতিহাসের পাতায় প্রাক্তন নাইট তারকা। চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) চার বলে ৪ উইকেট নিয়েছেন মধ্যপ্রদেশের বাঁ হাতি পেসার কুলবন্ত খেজরোলিয়া (Kulwant Khejroliya)। রঞ্জির ইতিহাসে এমন ঘটনা তৃতীয়বার ঘটল। এবং প্রথম শ্রেণির ক্রিকেটে এই ঘটনা ঘটল ৪৩বার। কেকেআর (KKR) কুলবন্ত খেজরোলিয়ার মূল্য বোঝেনি। তাই মরুশহরে হওয়া ২০২৪ আইপিএল নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় নাইটরা। ২০২৩ সালের আইপিএলের নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে মধ্যপ্রদেশের পেসার কুলবন্ত খেজরোলিয়াকে কিনেছিল কেকেআর। গত আইপিএলে কেকেআরের জার্সিতে ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কুলবন্ত খেজরোলিয়া। তাতে তিনি নিয়েছিলেন ২টি উইকেট। পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তাঁকে ছেড়ে দেয় শাহরুখের দল। এ বার তিনিই জ্বলে উঠলেন।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বরোদার বিরুদ্ধে ৪ বলে ৪ উইকেট নিয়ে শিরোনামে কুলবন্ত খেজরোলিয়া। এক ইনিংস ও ৫২ রানে ওই ম্যাচ জিতেছে মধ্যপ্রদেশ। প্রথম ইনিংসে ৪৫৪ রান তোলে মধ্যপ্রদেশ। বরোদা ১৩২ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায়। এরপর বরোদাকে ফলো অন করান মধ্যপ্রদেশের ক্যাপ্টেন শুভম শর্মা। ফলো অন খাওয়া বরোদার দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েছেন কুলবন্ত খেজরোলিয়া। ৯৫তম ওভারে এই ঘটনা ঘটে। ৯৪.২ ওভারে কুলবন্ত প্রথমে ফেরান সেঞ্চুরি করে বরোদাকে লড়াইয়ে রাখা শাশ্বত রাওয়াতকে। এরপর যথাক্রমে ওভারের পরের তিন বলে কুলবন্ত তুলে নেন মহেশ পিথিয়া, ভার্গব ভট্ট ও আকাশ সিংয়ের উইকেট। বরোদার শেষ উইকেটটিও (অতিত শেঠ ২০ রান করেছেন) তুলে নেন কুলবন্ত। দুই ইনিংস মিলিয়ে ওই ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে সেরার পুরস্কার পেয়েছেন কুলবন্ত।
Kulwant Khejroliya took four wickets in four balls against Baroda in Ranji Trophy. pic.twitter.com/1BUtIOzo68
— KnightRidersXtra (@KRxtra) February 12, 2024
রঞ্জি ট্রফিতে পরপর ৪ বলে ৪ উইকেট নেওয়া বোলারদের তালিকা —
- শঙ্কর সাইনি ১৯৮৮ সালে রঞ্জি ট্রফিতে দিল্লি বনাম হিমাচল প্রদেশ ম্যাচে ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন।
- মহম্মদ মুধাসির ২০১৮ সালে রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীর বনাম রাজস্থানের ম্যাচে ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন।
- কুলবন্ত খেজরোলিয়া ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশ বনাম বরোদার ম্যাচে ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন।