AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: শাহিনকে খেলতে ভয় পাচ্ছে… রোহিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য় শোয়েব আখতারের!

IND vs PAK: বিতর্কিত মন্তব্য করার জন্য বিখ্যাত শোয়েব। পাকিস্তানের প্রাক্তন পেসার এর আগেও ভারতীয় টিমকে নিয়ে নানা বিতর্কিত কথা বলেছেন। ভারত-পাক ম্যাচের আগেও তাই করলেন।

Rohit Sharma: শাহিনকে খেলতে ভয় পাচ্ছে... রোহিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য় শোয়েব আখতারের!
শাহিনকে খেলতে ভয় পাচ্ছে... রোহিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য় শোয়েব আখতারের!
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 12:02 AM
Share

করাচি: ১০ সেপ্টেম্বর কলম্বোয় আবার ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ। এশিয়া কাপে (Asia Cup 2023) রোহিত-বাবরদের আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। কিন্তু তাতেও দুরন্ত পারফর্ম করেছিলেন পাকিস্তানি বোলাররা। এই প্রথম কোনও ওয়ান ডে ম্যাচে ভারতের ১০টা উইকেট তুলেছেন নাসিম শাহ আফ্রিদি- হ্যারিস রউফ-নাসিম শাহ। সুপার ফোরের ম্যাচে কী হবে? পাক বোলারদের মুখে নামার আগে কি চিন্তায় থাকবেন বিরাট কোহলিরা? শোয়েব আখতারের (Shoaib Akhtar) মতো পেসার কিন্তু রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে আশ্চর্য মন্তব্য় করে বসেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য হল, শাহিন আফ্রিদিকে সামলাতে ভয় পাচ্ছেন ভারতের ক্যাপ্টেন। এই রোহিতকে তিনি চেনেন না। কেন এমন বললেন শোয়েব? TV9Bangla Sports এ বিস্তারিত।

বিতর্কিত মন্তব্য করার জন্য বিখ্যাত শোয়েব। পাকিস্তানের প্রাক্তন পেসার এর আগেও ভারতীয় টিমকে নিয়ে নানা বিতর্কিত কথা বলেছেন। ভারত-পাক ম্যাচের আগেও তাই করলেন। শোয়েবের কথায়, ‘এই রোহিত আগের রোহিতই নয়। ওর মতো দেখতে কেউ খেলছে!’ বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্য়াচে পাক পেসারদের সামলাতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। বাঁ হাতি শাহিনের আউট সুইং বুঝতেই পারেননি ভারতীয় ক্যাপ্টেন। শাহিনের বলে অফস্টাম্প উড়ে গিয়েছিল রোহিতের। যা নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা অবাকও হয়েছিলেন। এমন খারাপ ভাবে আউট হতে এর আগে দেখা যায়নি রোহিতকে।

শোয়েব বলছেন, ‘শাহিন কিন্তু রোহিতের মন-মাথায় ঢুকে পড়েছে। আমি এর আগে কখনও রোহিতকে স্টান্স বদলাতে দেখিনি। তার পরও কী ঘটল সে দিন? রোহিত স্টান্স বদলে বিট হল আর বোল্ড হল। রোহিতের অবচেতনে কিন্তু শাহিন ঢুকে পড়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের চাপ কিন্তু এটাই। এই চাপটাই প্লেয়ারদের মধ্যে ঢুকে পড়ে।’

ভারত-পাকিস্তান ম্যাচ তারকার জন্ম দেয় যেমন, তেমনই তারকার কেরিয়ারেও প্রভাব ফেলে। রোহিত শর্মা আগের পাকিস্তান ম্যাচে হয়তো খারাপ আউট হননি, পরের ম্যাচে প্রবল ভাবে ফিরে আসবেন না, কে বলতে পারে! রোহিতও কিন্তু জবাব দেওয়ার জন্য মনে মনে ফুঁসছেন।