Virat Kohli: বিরাটের জন্য পাগল… ভারত-পাক ম্যাচের আগে এল ওয়াঘার ওপারের বড় খবর
ICC T20 World Cup 2024: বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কোহলি প্রেমীরা। আর পাকিস্তানে? সেখানেও রয়েছেন প্রচুর বিরাট প্রেমী। এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথের আগে এই গল্পই শুনিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।

কলকাতা: ভালোবাসা তিনি পান, যিনি মন জয় করে নেন। ভালোবাসা তিনি পান, যিনি সব কিছুর ঊর্ধ্বে। প্রতিপক্ষ টিমের ক্রিকেটার তো ক্ষতি কী, এত প্রতিভা থাকলে কেউ না ভালোবেসে থাকতে পারবেন না তাঁকে। কথা হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কোহলি প্রেমীরা। আর পাকিস্তানে? সেখানেও রয়েছেন প্রচুর বিরাট প্রেমী। এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথের আগে এই গল্পই শুনিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।
পাকিস্তানে বিরাট কোহলি প্রচুর ভালোবাসা পান। এই প্রসঙ্গে বলতে গিয়ে রশিদ লতিফ বলেন, ‘এমনটা নয় যে বিরাট কোহলিই প্রথম ব্যক্তি, যাঁর পাকিস্তানে বড় ফ্যান বেস রয়েছে। অতীতে ফিরে গেলে দিলীপ কুমারকে দেখা যাবে, পাকিস্তানে তাঁর অনেক ভক্ত ছিল। সুনীল গাভাসকরেরও প্রচুর ভক্তও রয়েছে। তরুণ ক্রিকেটাররা গাভাসকর সাহেবের টেকনিক কপি করত। অমিতাভ বচ্চন (দ্য অ্যাঙ্গরি ইয়ং ম্যান) সিনেমা এখানে হাউসফুল হয়ে যেত। কলিপ, দেব, সচিন তেন্ডুলকর, শাহরুখ খান, মহেন্দ্র সিং ধোনিরও প্রচুর ভক্ত পাকিস্তানে রয়েছে। ধোনি যখন এখানে এসেছিল, ওর বড় চুল একটা ট্রেন্ডে পরিণত হয়েছিল।’
Match Day! 👑🤞💙
(1/2)#ViratKohli #INDvPAK #T20WorldCup #INDvsPAK @imVkohli pic.twitter.com/AAPKA78nX6
— virat_kohli_18_club (@KohliSensation) June 9, 2024
প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ একইসঙ্গে জানান, একাধিক পাক বোলার প্রচুর ভালোবাসা পেয়েছেন ভারতীয়দের থেকে। তিনি বলেন, ‘তবে দিলীপবাবু, শাহরুখ খানের মতো বিরাট কোহলিরও এখানে সমর্থকের সংখ্যা বিশাল। শোয়েব আখতার, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো আমাদের বোলারদেরও ভারতীয়রা খুব ভালোবাসতেন। আর আমাদের এখানে মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাসকরদের পাশাপাশি যুবরাজ সিং, বীরেন্দ্র সেহওয়াগেরও প্রচুর ভক্ত রয়েছে। কিন্তু বিরাটকে নিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা আলাদাই পাগলামি আছে।’
