AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket Story: ম্যাচের মাঝে ক্ষুব্ধ আম্পায়ার, চালান গুলি! ক্রিকেটের এই ঘটনা জানেন?

Gun Fire During Cricket Match: ওভারের মাঝে কাঁধে 'ধাক্কা' বিরাট-কন্টাসের। দিনের খেলা শেষেই জরিমানা করা হয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু ক্রিকেট মাঠে এমন কী ঘটল, যার জন্য আম্পায়ার মেজাজ হারিয়ে বন্দুক বের করে গুলি চালালেন?

Cricket Story: ম্যাচের মাঝে ক্ষুব্ধ আম্পায়ার, চালান গুলি! ক্রিকেটের এই ঘটনা জানেন?
Image Credit: PTI FILE
| Updated on: Jan 27, 2025 | 9:14 PM
Share

ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। স্লেজিং আলাদা বিষয়। কিন্তু ইচ্ছাকৃত বডি কনট্যাক্ট হলেও তার জন্য় শাস্তি পেতে পারেন ক্রিকেটাররা। সদ্য বর্ডার-গাভাসকর ট্রফিতেই দেখা গিয়েছে এমন ঘটনা। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কন্টাসের। অভিষেক ইনিংসে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। ওভারের মাঝে কাঁধে ‘ধাক্কা’ বিরাট-কন্টাসের। দিনের খেলা শেষেই জরিমানা করা হয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু ক্রিকেট মাঠে এমন কী ঘটল, যার জন্য আম্পায়ার মেজাজ হারিয়ে বন্দুক বের করে গুলি চালালেন?

ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী বিশ্ব ক্রিকেটেও অতি পরিচিত। আইসিসি প্যানেলেও রয়েছেন। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। পাশাপাশি আইপিএলেও দেখা যায়। তাঁর নিজস্ব কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তেমনই দেখা যায়, বিভিন্ন পডকাস্টে নানা অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। এমনই একটি পডকাস্টে ক্রিকেটের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন আম্পায়ার অনিল চৌধুরী। কী বলেছেন?

অনিল চৌধুরী পুরনো দিনের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমি উত্তর প্রদেশের একটি টুর্নামেন্টে আম্পায়ারিং করাতে গিয়েছিলাম। উদ্যোক্তাদের জিজ্ঞেস করি, এই ঘরোয়া টুর্নামেন্টের জন্য দিল্লি থেকে কেন আম্পায়ার আনিয়েছেন। তিনি জানান যে, এর আগের আম্পায়ার গুলি চালিয়েছিল। আসলে বিষয়টা ছিল, ওই ম্যাচে উত্তর প্রদেশের রঞ্জি টিমেরও প্লেয়ার খেলছিল। ওরা আউটের আবেদন করে করে আম্পায়ারকে এত চাপে ফেলেছে যে সেই আম্পায়ার বন্দুক বের করে গুলি চালিয়ে দেন। ম্যাচই বন্ধ হয়ে যায়। তারপর উদ্যোক্তাদের মনে হয়েছিল, তারা যখন এত টাকা খরচ করে টুর্নামেন্ট করতে পারছি, তাহলে আম্পায়ারদের জন্যও কিছু টাকা খরচ করতে পারি এবং বাইরে থেকে ভালো আম্পায়ার আনাতেই পারি।’

ভারতের এই আম্পায়ারের কিন্তু রেকর্ডও রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিং করেছেন অনিল চৌধুরীই। আন্তর্জাতিক মঞ্চে ১২টি টেস্ট, ৪৯টি ওয়ান এবং ৬৪টি টি-টোয়েন্টি ম্য়াচেও আম্পায়ারিং করেছেন।