FACT CHECK: কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে সাক্ষাৎ বৈভব সূর্যবংশীর!

Vaibhav Suryavanshi-Sofiya Qureshi: রাজস্থান রয়্যালস এ মরসুমে প্লে-অফে যেতে না পারলেও তাদের বড় প্রাপ্তি তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে পাওয়া। সামনেই ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ইংল্যান্ড সফর। তার আগে বেঙ্গালুরুতে শিবির হবে। স্কোয়াডে রয়েছেন বৈভব সূর্যবংশীও। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরও একটি ছবি।

FACT CHECK: কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে সাক্ষাৎ বৈভব সূর্যবংশীর!
Image Credit source: INSTAGRAM

May 26, 2025 | 7:59 PM

ভারতীয় ক্রিকেটে আলোচনায় বৈভব সূর্যবংশী। আইপিএলের ১৮তম সংস্করণে তাক লাগিয়েছেন ১৪ বছরের ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কনিষ্ঠতম ক্রিকেটার। শুধু তাই নয়, মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে দ্রুততম আইপিএল সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বৈভব সূর্যবংশী। তেমনই আইপিএলের কনিষ্ঠতম সেঞ্চুরিয়নও। রাজস্থান রয়্যালস এ মরসুমে প্লে-অফে যেতে না পারলেও তাদের বড় প্রাপ্তি তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে পাওয়া। সামনেই ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ইংল্যান্ড সফর। তার আগে বেঙ্গালুরুতে শিবির হবে। স্কোয়াডে রয়েছেন বৈভব সূর্যবংশীও। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরও একটি ছবি।

অপারেশন সিঁদুরের পর কর্নেল সোফিয়া কুরেশিকে ভারতের সকলেই চেনেন। তাঁর সঙ্গে তরুণ বৈভব সূর্যবংশীর একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কর্নেল সোফিয়া কুরেশির পাশে দাঁড়িয়ে ছোট্ট বৈভব। স্বাভাবিক ভাবেই কৌতুহল জাগে, সোফিয়া কুরেশির সঙ্গে কোথায় সাক্ষাৎ বৈভব সূর্যবংশীর! আর এটা কী ভাবেই বা সম্ভব। বৈভব এতদিন আইপিএল খেলতে ব্যস্ত ছিলেন। এখন অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের শিবিরে। তা হলে এই ছবি?

মাত্র ১২ বছরে রঞ্জি ট্রফিতে অভিষেকের পর বৈভবের একটি ছবি প্রকাশ্যে এসেছিল। সোফিয়া কুরেশির অন্য একটি ছবির সঙ্গে সেই ছবি জুড়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। আসলে যে সোফিয়া কুরেশির সঙ্গে বৈভবের দেখা হয়নি, আর এই ছবিটি বৈভবের এখনকার নয়ও। বৈভবের ক্ষেত্রে এমনটা নতুন নয়। আইপিএলে দুর্দান্ত সাফল্যের পরই আলোচনায় এই তরুণ ক্রিকেটার।

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে পঞ্জাব কিংস কর্ণধার প্রীতি জিন্টার সঙ্গে আলিঙ্গন করছেন বৈভব। সেই ছবি ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রীতি। সৌজন্যমূলক হাত মিলিয়েছিলেন শুধু। বৈভবও প্রীতির সামনে এমন ভাবে দাঁড়িয়ে ছিলেন যেন টিচারের সামনে ছাত্র। যদিও আলিঙ্গনের ফেক ছবি বানিয়ে ভাইরাল করা হয়েছিল। এ বার সোফিয়া কুরেশির পাশে এমনই ফেক ছবি ভাইরাল।