Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: ভিডিয়ো: ভারত-পাক ম্যাচে কিস কিস্সা, জাহির খানের এই গল্প মনে পড়ে?

Watch Video: রবিবার দুবাইতে মিনি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভারত-পাক অতীত সাক্ষাতের এক ভিডিয়ো।

IND vs PAK: ভিডিয়ো: ভারত-পাক ম্যাচে কিস কিস্সা, জাহির খানের এই গল্প মনে পড়ে?
IND vs PAK: ভিডিয়ো: ভারত-পাক ম্যাচে কিস কিস্সা, জাহির খানের এই গল্প মনে পড়ে?
Follow Us:
| Updated on: Feb 22, 2025 | 8:23 PM

কলকাতা: ইতিহাসের পাতায় ফের যোগ হতে চলেছে আর একটা ভারত-পাক (India vs Pakistan) দ্বৈরথ। রবিবার দুবাইতে মহারণ। ২২ গজে যখনই এই দুটো দল মুখোমুখি হয়েছে, এমন সকল ঘটনা দেখা গিয়েছে যা নিয়ে অনেক দিন আলোচনা হয়েছে। তেমনই কিছু মুহূর্ত আবার তৈরি হওয়ার পালা। রোহিত-রিজওয়ানরা মাঠে নামার আগে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা নানা তর্কাতর্কিতে জড়াচ্ছেন। এ বলে ভারত সেরা, তো ও বলে পাকিস্তান জিন্দাবাদ। এই সবের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারত-পাক এক পুরনো ম্যাচের ভিডিয়ো। যেখানে জাহির খান (Zaheer Khan) পেয়েছিলেন এক যুবতীর থেকে প্রেম প্রস্তাব।

ফেরা যাক সেই ম্যাচে। সালটা ২০০৫। ২৪ মার্চ থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছিল ভারত-পাকিস্তানের তৃতীয় টেস্ট ম্যাচ। ওই ম্যাচে যে সময় বীরেন্দ্র সেওয়াগ সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, তখন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েন স্ট্যান্ডে থাকা এক তরুণী। যাঁর হাতের প্ল্যাকার্ডে জ্বলজ্বল করছিল একটা লেখা, ‘জাহির আই লাভ ইউ।’ আই এর পর একটি লাল হৃদয় দিয়ে লাভ বোঝাতে চেয়েছিলেন ওই তরুণী। সেই সময় ক্রিজে সেওয়াগ এবং রাহুল দ্রাবিড় ছিলেন। তখন একবার ওই তরুণীর দিকে ক্যামেরা ঘুরছিল, একবার ড্রেসিংরুমে থাকা জাহির খানের দিকে।

এই ঘটনা ঘটার সময় লজ্জায় হাসতে থাকেন ওই মহিলা। খানিক পরে প্ল্যাকার্ড মুখে ঢাকা নিয়ে ফেলেন তিনি। সেই সময় ভারতের ড্রেসিংরুমে জাহির খানের পাশে বসেছিলেন যুবরাজ সিং। তিনি পুরো বিষয়টা উপভোগ করছিলেন। সতীর্থ জাহিরের সঙ্গে খুনসুটিও করছিলেন তিনি। এরপর ওই যুবতী জাহিরের দিকে ফ্লাইং কিস ছুড়ে দেন। সেটিও জায়ান্ট স্ক্রিনে দেখা যায়। এরপর পাল্টা খুশির ফোয়ারা বইয়ে দেন জাহির খানও। ড্রেসিংরুম থেকে তিনিও ওই যুবতীর উদ্দেশ্যে এক ফ্লাইং কিস ছোড়েন। লাইভ ম্যাচে এমন ঘটনা ঘটতে দেখে ক্রিজে দাঁড়িয়ে হাসতে থাকেন সেওয়াগ-দ্রাবিড়রা। এবং স্টেডিয়ামে চিৎকারের মাত্রা বেড়ে যায়। ভারতের ড্রেসিংরুমে সকলেই হাসতে থাকেন।

ওই ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে প্রথম ইনিংসে ৫৭০ রান তোলে পাকিস্তান। সেখানে ভারত প্রথম ইনিংসে ৪৪৯ রানে গুটিয়ে যায়। এরপর ২ উইকেটে ২৬১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় পাকিস্তান। ভারতের টার্গেট ছিল ৩৮৩ রান। সেখানে ২১৪ রানে অল আউট টিম ইন্ডিয়া। ১৬৮ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।