AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anaya Bangar: ‘তোমার এখানে কোনও জায়গা নেই’, নিজের সন্তানকে এ কথা কেন বলেছিলেন সঞ্জয় বাঙ্গার?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তান অনায়া বাঙ্গার (Anaya Bangar) নিজের জীবন সম্পর্কে একাধিক কথা বলেছেন। আরিয়ান থেকে তাঁর জন্য অনায়া হওয়া সহজ ছিল না।

Anaya Bangar: 'তোমার এখানে কোনও জায়গা নেই', নিজের সন্তানকে এ কথা কেন বলেছিলেন সঞ্জয় বাঙ্গার?
'তোমার এখানে কোনও জায়গা নেই', নিজের সন্তানকে এ কথা কেন বলেছিলেন সঞ্জয় বাঙ্গার?
| Updated on: Apr 19, 2025 | 4:03 PM
Share

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রোমাঞ্চ উপভোগ করতে ক্রিকেট প্রেমীরা এই মুহূর্তে ব্যস্ত। এরই মাঝে আরও এক বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তান অনায়া বাঙ্গার (Anaya Bangar) নিজের জীবন সম্পর্কে একাধিক কথা বলেছেন। আরিয়ান থেকে তাঁর জন্য অনায়া হওয়া সহজ ছিল না। নিজের সত্ত্বাকে খুঁজতে গিয়ে পছন্দের ক্রিকেটও ছাড়তে হয়েছে তাঁকে। সঞ্জয় বাঙ্গার নিজেও এক সময় তাঁর ছেলেকে বলেছিলেন, ‘তোমার এখানে কোনও জায়গা নেই।’

দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তানের জীবনটা আর পাঁচটা মানুষের মতো ছিল না। ছেলে থেকে মেয়ে হয়েছেন তিনি। তাঁর জীবন যুদ্ধটা ছিল খুব কঠিন। তাঁর উপরে তিনি ছিলেন একজন বিখ্যাত ক্রিকেটারের সন্তান ।দীর্ঘ ১০ মাসের প্রক্রিয়ায় শেষে সঞ্জয়ের ছেলে আরিয়ান থেকে অনায়া হয়েছেন।

অনায়া বাঙ্গার যখন তাঁর রূপান্তরের যাত্রার কথা সকলের কাছে তুলে ধরেছেন, তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিজেকে আরও ভালোভাবে এই ছেলে থেকে মেয়ে প্রক্রিয়ায় রূপান্তরের জন্য অনায়া হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এবং লিঙ্গ-নিশ্চিতকরণ সার্জারি করিয়েছেন। তবে এই পরিবর্তনগুলির জন্য আনায়াকে বড় সমস্যায় পড়তে হয়েছে। তাঁর নিজের বাবা তাঁকে বলেছিলেন, যে ক্রিকেটে তাঁর জন্য আর কোনও জায়গা নেই। সমাজের বিরুদ্ধে লড়াই করতে করতে এবং আইসিসির নিয়মের জালে জড়িয়ে তাঁকে ক্রিকেট ছাড়তে হয়েছে।

সম্প্রতি Lallantop ইউটিউব চ্যানেলে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার অনায়ার ক্রিকেট ছাড়ার সম্পর্কে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন যে , “তুমি বলেছো তোমার বাবা তোমাকে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। এবং তোমাকে উনি জানিয়েছিলেন, ক্রিকেটে তোমার কোনও জায়গা নেই।”

অনায়া তার উত্তরে বলেছেন, “আমি আমার বাবার সম্পর্কে এই অনুষ্ঠানে কিছু বলতে চাই না।” সেই সময় সঞ্চালক বলেন, “তোমার ভিডিয়োটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তোমার সেই ভিডিয়োর বক্তব্য থেকেই আমি এটা উল্লেখ করেছি।”

অনায়া তখন বলেন, “হ্যাঁ, আমি জানি। তিনি সত্যিটাই বলেছিলেন। যে ক্রিকেটে আমার জন্য কোনও জায়গা নেই। নিজের কথা ভাবছিলাম। আমার মনে হয়েছিল যে পুরো বিশ্ব আমার বিরুদ্ধে। এবং আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম (নারী হওয়ার জন্য হরমোন থেরাপি নেওয়া) তাঁর ফলে এখন এই ক্রিকেট জগতে আমার আর কোনও জায়গা নেই।”