Women’s T20 WC: বাবার মৃত্যু, বিশ্বকাপের মাঝেই দেশে ফিরছেন পাকিস্তান ক্যাপ্টেন

ICC Women's T20 Cup 2024: এ বারের সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন ফাতিমা। তবে পরিণত মানসিকতাই দেখা গিয়েছে। গত রবিবার ভারতের কাছে হারলেও ফাতিমা সানার পারফরম্যান্স খুবই ভালো ছিল। ফলে তাঁর অনুপস্থিতি বিশ্বকাপে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা।

Women's T20 WC: বাবার মৃত্যু, বিশ্বকাপের মাঝেই দেশে ফিরছেন পাকিস্তান ক্যাপ্টেন
Image Credit source: ICC/Getty Images
Follow Us:
| Updated on: Oct 10, 2024 | 3:03 PM

আরব আমির শাহিতে চলছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাঝেই পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার জীবনে বড় ধাক্কা। মৃত্য়ু হয়েছে তাঁর বাবার। ফলে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে। হয়তো পরবর্তী ম্যাচে দেশের জার্সিতে নামতে পারবেন না ফাতিমা। তবে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন, এমনটাই শোনা যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে।

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন ২২ বছরের ফাতিমা সানা। প্রথম বার বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। এ বারের সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন ফাতিমা। তবে পরিণত মানসিকতাই দেখা গিয়েছে। গত রবিবার ভারতের কাছে হারলেও ফাতিমা সানার পারফরম্যান্স খুবই ভালো ছিল। ফলে তাঁর অনুপস্থিতি বিশ্বকাপে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা।

বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে রয়েছে পাকিস্তানও। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। শুক্রবার ফাতিমা সানার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন কিপার-ব্যাটার মুনিবা আলি। বাকি দুই ম্যাচ জিতলে পাকিস্তানের সেমিফাইনাল সহজ। এক ম্যাচ জিতলেও সুযোগ থাকবে। তবে ফাতিমাকে না পাওয়া গেলে বড় সমস্যায় পড়বে পাকিস্তান। পরিস্থিতিটাই এমন, যেখানে কিছু করারও নেই। পাকিস্তান টিম পাশে রয়েছে ফাতিমার।