IPL 2023: প্রধানমন্ত্রীর স্টেডিয়ামেই ‘আক্রান্ত’ পুলিশ!

CSK vs GT, IPL 2023: বৃষ্টির কারণে গ্যালারিতে উপস্থিত দর্শকরাও ধৈর্য্য হারিয়েছিলেন। এরই মধ্যে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়োতে দেখা গেল, গ্যালারিতে উপস্থিত কর্তব্যরত এক পুলিশকে ধাক্কা দিলেন এক মহিলা।

IPL 2023: প্রধানমন্ত্রীর স্টেডিয়ামেই 'আক্রান্ত' পুলিশ!
প্রধানমন্ত্রীর স্টেডিয়ামেই 'আক্রান্ত' পুলিশ!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2023 | 12:07 AM

আমেদাবাদ : খোদ প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামেই ‘আক্রান্ত’ কর্তব্যরত পুলিশ। মোদী-অমিত শাহর শহরেই কিনা পুলিশের গায়ে হাত! তাও আবার এক মহিলা ধাক্কা দিলেন কর্তব্যরত পুলিশকে! আমেদাবাদে মেগা ফাইনাল (IPL Final) ঘিরে কঠোর নিরাপত্তা। সকাল থেকেই কড়াকড়ি স্টেডিয়াম চত্বরে। চেন্নাই-গুজরাট (CSK vs GT) মেগা ফাইনাল দেখতে বোর্ডের কর্তারাও তাড়াতাড়ি হাজির হয়ে যান। দুই দলের সমর্থকরাও জার্সি, পতাকা নিয়ে মাঠে প্রবেশ করেন। মেগা ফাইনালের আকর্ষণ ফিকে করে দিয়েছে বৃষ্টি। আমেদাবাদে ব্যাপক বৃষ্টি হচ্ছে। যদিও বৃষ্টির কোনও পূর্বাভাসই ছিল না। আর তাতেই বাধ সাধল ম্যাচে। ফাইনাল গড়াল রিজার্ভ ডে-তে। রবিবার আর হল না, সোমবার হবে এ বারের আইপিএল (IPL 2023) ফাইনাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বৃষ্টির কারণে গ্যালারিতে উপস্থিত দর্শকরাও ধৈর্য্য হারিয়েছিলেন। এরই মধ্যে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়োতে দেখা গেল, গ্যালারিতে উপস্থিত কর্তব্যরত এক পুলিশকে ধাক্কা দিলেন এক মহিলা। ভিডিয়ো দেখে বোঝা গেল, সেই মহিলা দর্শককে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন কর্তব্যরত সেই পুলিশ। শুরুতেই পুলিশকে ধাক্কা দেন ওই মহিলা। তারপর আবারও পুলিশের গায়ে হাত দেন। গ্যালারির এই অপ্রীতিকর ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।

এ দিকে যেহেতু আজ মেগা ফাইনাল হল না, তাই আগামিকাল রিজার্ভ ডে-তে হবে চেন্নাই বনাম গুজরাটের লড়াই। রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করেন ম্যাচ অফিসিয়ালরা। এখনও বৃষ্টি হয়ে চলেছে আমেদাবাদে। শেষ পর্যন্ত আজ ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ফলে আগামিকালই হবে চেন্নাই বনাম গুজরাটের মেগা ফাইনাল।