Virat Kohli’s No 18 Jersey: বিরাটের ১৮ নম্বর জার্সি কেন মুকেশের গায়ে? তুমুল বিতর্ক সামলাতে বাধ্য হয়ে আসরে বোর্ড

সম্প্রতি বাংলার তারকা বোলার মুকেশ কুমারকে দেখা গিয়েছে ১৮ নম্বর জার্সি পরে এক ম্যাচ খেলতে। আর সেটাই কার্যত মেনে নিতে পারছেন না বিরাট কোহলির অনুরাগীরা। অনেকেই ক্ষোভে ফেটে উঠেছেন। কেউ কেউ তো বিসিসিআইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন।

Virat Kohli’s No 18 Jersey: বিরাটের ১৮ নম্বর জার্সি কেন মুকেশের গায়ে? তুমুল বিতর্ক সামলাতে বাধ্য হয়ে আসরে বোর্ড
বিরাটের ১৮ নম্বর জার্সি ঘিরে তুমুল বিতর্ক, বাধ্য হয়ে আসরে নামল বোর্ডImage Credit source: X

Jun 03, 2025 | 2:37 PM

কলকাতা: এই তো মাত্র ক’টা দিন আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। তার মধ্যেই কোহলির ১৮ নম্বর জার্সির হাতবদল! সম্প্রতি বাংলার তারকা বোলার মুকেশ কুমারকে দেখা গিয়েছে ১৮ নম্বর জার্সি পরে এক ম্যাচ খেলতে। আর সেটাই কার্যত মেনে নিতে পারছেন না বিরাট কোহলির অনুরাগীরা। অনেকেই ক্ষোভে ফেটে উঠেছেন। কেউ কেউ তো বিসিসিআইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন। এ বার ঝামেলা সামলাতে আসরে নামল বোর্ড। কেন মুকেশ ১৮ নম্বর জার্সি পরেছেন? সেই ব্যাখ্যাও দিয়েছে বোর্ড। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটাররা অবসর নেওয়ার পর তাঁদের জার্সিগুলিও অবসরে পাঠায় বোর্ড। বিরাট কোহলির ক্ষেত্রে তেমনটা কেন করা হচ্ছে না? সেই নিয়েও উঠেছে প্রশ্ন। বোর্ডের এক কর্তা এই প্রসঙ্গে যা জানিয়েছেন, তাতে অনেকের মনের নানা প্রশ্নের উত্তর মিলছে।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত-এ টিমের চার দিনের আনঅফিসিয়াল টেস্টে মুকেশ কুমারকে দেখা গিয়েছে ১৮ নম্বর জার্সি পরে খেলতে। সেই সকল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রেগে ব্যোম হয়ে যান বিরাটের অনুরাগীরা। অনেকে তোপ দাগেন বিসিসিআইয়ের উপর। বলতে থাকেন যে, এভাবে ১৮ নম্বর জার্সি ব্যবহার করে বিরাটের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হচ্ছে। বিষয়টি নিয়ে বেশি আর যাতে জলঘোলা না হয়, সেই ব্যবস্থা করেছে বিসিসিআই। 


সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা নিয়ম ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন যে, ভারত-এ দলের হয়ে ম্যাচ খেলার সময় যে কোনও ক্রিকেটার যে কোনও নম্বরের জার্সি পরতে পারেন। কারণ সেখানে কোনও নামও লেখা থাকে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সময় সকল প্লেয়ারকে নিজ নিজ ক্রিকেট কিট থেকে নিজের নাম ও নম্বরের জার্সি পরেই খেলতে হবে। 

বোর্ডের ওই কর্তা বলেন, ‘ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় মুকেশ কুমার ১৮ নম্বর জার্সি পরেছে। ভারত-এ স্কোয়াডের কথা যদি উল্লেখ করা হয়, তা হলে বলতে হবে যে, সেখানে কোনও প্লেয়ারের নাম লেখা থাকে না। যে কেউ যে কোনও নম্বরের জার্সি পরতে পারে। জার্সি নম্বরের গুরুত্ব রয়েছে শুধু আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে।’