Cricket Record: টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০! গেইল, ম্যাক্সি ছাড়া আর কারা তালিকায়?
Fastest 150 in T20 Cricket: প্রতি বলে মারতে গিয়ে দীর্ঘ সময় ক্রিজে টিকে থাকা সহজ নয়। এর মাঝেও অনেক বিধ্বংসী ব্যাটার রয়েছেন, যাঁরা কিছু তুফানি ইনিংস খেলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দেড়শো করার রেকর্ড! এই তালিকায় কারা, কোথায় রয়েছেন?

Image Credit source: X
টি-টোয়েন্টি ক্রিকেট মানে মূলত ব্যাটারদের দাপট। সেটা আন্তর্জাতিক ক্রিকেটই হোক আর ফ্র্যাঞ্চাইজি কিংবা ঘরোয়া ক্রিকেট। বোলাররা কার্যত এই ফরম্যাটকে ‘অভিশপ্ত’ মনে করেন। করারই কথা। ক্রিকেট প্রেমীদের জন্য বিনোদনের মঞ্চ। চার-ছয়ের বন্যা দেখতেই বেশি পছন্দ করেন তাঁরা। ব্যাটাররাও বেশির ভাগ ক্ষেত্রে প্রত্য়াশা পূরণ করেন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের থেকে বড় ইনিংস দেখার সুযোগ বিরল। প্রতি বলে মারতে গিয়ে দীর্ঘ সময় ক্রিজে টিকে থাকা সহজ নয়। এর মাঝেও অনেক বিধ্বংসী ব্যাটার রয়েছেন, যাঁরা কিছু তুফানি ইনিংস খেলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দেড়শো করার রেকর্ড! এই তালিকায় কারা, কোথায় রয়েছেন?
এক নজরে দেখে নেওয়া যাক…
- সদ্য টি-টোয়েন্টি ক্রিকেটে নজির গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন। মেজর লিগ ক্রিকেটে খেলছেন। টি-টোয়েন্টিতে দ্রুততম দেড়শোর নজির গড়েছেন। সান ফ্রান্সিসকো ইউনিকর্নের ওপেনার ফিন অ্যালেন মাত্র ৪৯ বলে ১৫০ পূর্ণ করেন।
- তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া ব্যাটার বেবি এবি হিসেবে পরিচিত ডিওয়াল্ড ব্রেভিস। তিনি দক্ষিণ টি-টোয়েন্টি লিগে ২০২২ সালে ৫০ বলে দেড়শো করেছিলেন।
- বিধ্বংসী ব্যাটিংয়ের প্রসঙ্গে ক্রিস গেইলের নাম আসবে না, তা আবার হয় নাকি! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫৩ বলে দেড়শো পূর্ণ করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ক্রিকেটার। এ ছাড়াও কাউন্টি ক্রিকেটে ৬২ বলে ১৫০ করেছিলেন তিনি।
- এই লিস্টে চতুর্থ স্থানে রয়েছেন গ্রাহাম নেপিয়ার। কাউন্টি ক্লাবের হয়েই ৫৮ বলে দেড়শো করেছিলেন। শীর্ষ পাঁচে রয়েছেন আফগান ব্যাটার হজরতুল্লা জাজাই। ২০১৯ সালে দেশের জার্সিতেই ৫৮ বলে দেড়শো পূর্ণ করেছিলেন জাজাই।
- অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ম্যাচেই ৬০ বলে দেড়শো পূর্ণ করেছিলেন। তালিকায় সপ্তমে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। কাউন্টি টিমের হয়ে ৬০ বলে দেড়শো করেছিলেন। এই লিস্টে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিগ ব্যাশ লিগে ৬২ বলে ১৫০ করেছিলেন ম্যাক্সি।

কাদের মুরগির মাংসা খাওয়া উচিত নয় জানেন?

চকচকে ও দাগছোপহীন ত্বক চান? সবজির খোসা এভাবে মুখে মাখুন

ঘন কালো ভ্রু চান? মাত্র ৩টে জিনিস এভাবে মিশিয়ে লাগালেই কামাল

কফির সঙ্গে ভুল করেও খেয়ে ফেলবেন না এই ৫ খাবার

দোকানের পেইনকিলারে আর নয় ভরসা! ঘরোয়া উপায়ে কমান পিরিয়ডের ব্যথা

শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে ভুলেও খাবেন না এই ৫ খাবার