ফিরে দেখায় ইডেনের সেই গোলাপি টেস্ট
২২ নভেম্বর ২০১৯। প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক সেই টেস্ট দেখতে ইডেনে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কলকাতা: ভারতের মাটিতে ফের একটা দিন রাতের টেস্ট। এক সময় এই পিঙ্ক বল টেস্টের বিপরীত মেরুতে দাঁড়িয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের সভাপতির দায়িত্বে আসার পরই সমস্ত দৃশ্য পাল্টে যায়। পিঙ্ক বল টেস্টের মনোভাব বদলে ফেলেছিল বিসিসিআই। ভারতের মাটিতে আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট (DAY-NIGHT TEST) ম্যাচ করতে উদ্যোগী হন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকে ঐতিহাসিক ভারত-বাংলাদেশ দিন রাতের টেস্ট ম্যাচের।
That’s that from Day 2 as #TeamIndia are now 4 wickets away from victory in the #PinkBallTest
A 4-wkt haul for @ImIshant in the 2nd innings.
Updates – https://t.co/kcGiVn0lZi@Paytm | #INDvBAN pic.twitter.com/kj7azmZYg0
— BCCI (@BCCI) November 23, 2019
২২ নভেম্বর ২০১৯। প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক সেই টেস্ট দেখতে ইডেনে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর, কপিল দেব, রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিনদের সেই ঐতিহাসিক টেস্ট দেখতে আমন্ত্রণ জানিয়েছিল সিএবি। ভারত-বাংলাদেশ দিন রাতের সেই টেস্টে বাংলাদেশকে ১ ইনিংস ও ৪৬ রানে হারায় ভারত। দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ইশান্ত শর্মা। গোলাপি বলে ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি করেন বিরাট কোহলি। ইশান্ত-মহম্মদ সামিদের বোলিং দাপটের সামনে নাস্তানবুদ হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৬ রানে। ভারতের প্রথম ইনিংসে ওঠে ৩৪৭ রান। ১৯৫ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
আরও পড়ুন: শুধু মাঠকেই স্বীকৃতি দেয় খেলা, বলছেন সচিন
ভারতের মাটিতে অনুষ্ঠিত প্রথম দিন রাতের টেস্টে (DAY-NIGHT TEST) টিম ইন্ডিয়ার স্মৃতি অবশ্য বেশ মধুর। এবার সামনে ইংল্যান্ড। চ্যালেঞ্জ কঠিন। ব্রড-অ্যান্ডারসন-আর্চারদের মোকাবিলা করার কাজটা মোটেই সহজ হবে না কোহলি-রোহিতদের। আগামীকাল দিন রাতের টেস্ট ম্যাচ দিয়েই উদ্বোধন হবে নবরূপে সজ্জিত মোতেরা স্টেডিয়ামের। উদ্বোধনী দিনে স্টেডিয়ামে চাঁদের হাট। এখন দেখার দেশের মাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় পিঙ্ক বল টেস্টেও ভারতের স্মৃতি মধুর হয় কিনা!