AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ভারতের একাদশতম ক্রিকেটার, আইসিসি হল অব ফেমে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি

ICC Hall of Fame: ভারতীয় ক্রিকেটকে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০২০ সালে। ক্রিকেট জীবনের দীর্ঘ সাফল্যের কৃতিত্ব। এ বার আইসিসি হল অব ফেমে অন্তর্ভূক্ত করা হল মহেন্দ্র সিং ধোনিকে।

MS Dhoni: ভারতের একাদশতম ক্রিকেটার, আইসিসি হল অব ফেমে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি
Image Credit source: Ritam Banerjee/Getty Images
Follow Us:
| Updated on: Jun 09, 2025 | 11:30 PM

ট্রফির নিরিখে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জয় তাঁর ক্যাপ্টেন্সি। এরপর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জয়। এশিয়ার একমাত্র ক্যাপ্টেন হিসেবে আইসিসির এই তিনটি ট্রফিই জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটকে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০২০ সালে। ক্রিকেট জীবনের দীর্ঘ সাফল্যের কৃতিত্ব। এ বার আইসিসি হল অব ফেমে অন্তর্ভূক্ত করা হল মহেন্দ্র সিং ধোনিকে।

একটা সময় ভারতের দীর্ঘ আইসিসি ট্রফির খরা চলছিল। ১৯৮৩ সালে প্রথম বার ওয়ান ডে বিশ্বকাপ জেতে ভারত। এই ফরম্যাটে অপেক্ষা মেটান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিই। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বে তরুণ দল গড়া হয়। চ্যাম্পিয়নও হয় সেই টিম। ২০১৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের একটা দীর্ঘ অপেক্ষা চলে। বারবার ট্রফির সামনে থেকে ফিরছিল ভারতীয় দল। এমনকি ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও ফাইনালে হার। অবশেষে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে অপেক্ষা থামে। এরপর এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এই দুটো ট্রফিই রোহিত শর্মার নেতৃত্বে।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছরের কেরিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ১৭,২৬৬ রান। ৮২৯ উইকেটে তাঁর অবদান। খেলেছেন ৫৩৮টি ম্যাচ। আইসিসি হল অব ফেমে অন্তর্ভূক্তি নিয়ে মহেন্দ্র সিং ধোনি বলছেন, ‘এটি গর্বের মুহূর্ত। বিশ্বের সর্বকালের সেরাদের তালিকায় নাম জুড়ল। এই সম্মান আনন্দের।’ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ১১তম হিসেবে আইসিসির হল অব ফেমে জায়গা পেলেন মহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইসিসি হল অব ফেমে রয়েছেন-বিষেণ সিং বেদী, সুনীল গাভাসকর, কপিল দেব, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিনু মাঁকড়, ডায়না এডুলজি, বীরেন্দ্র সেওয়াগ, নীতু ডেভিড এবং সদ্য মহেন্দ্র সিং ধোনি।