Indian Cricket: সচিন-সৌরভদের সতীর্থর আত্মহত্যা! মৃত্যুর কারণ নিয়ে ধাঁধা…
Indian Cricketer Death: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সচিন তেন্ডুলকরের নেতৃত্বে অভিষেক হয়েছিল পেসার ডেভিড জনসনের। স্পিন সহায়ক পিচে প্রথম ইনিংসে উইকেট মেলেনি। দ্বিতীয় ইনিংসে অজি ওপেনার মাইকেল স্লেটারকে ০ রানে ফেরান ডেভিড। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন। সেই ম্যাচে প্রথম ইনিংসে দু-উইকেটও নিয়েছিলেন।
অ্যাপার্টমেন্টের পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু দেশের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসনের। আর এই নিয়েই ধোঁয়াশা। তিনি কি পড়ে গিয়েছিলেন? না এটি আত্মহত্যার ঘটনা! কেউ ধাক্কা মেরে ফেলে দেয়নি তো! পুলিশ তদন্ত করছে। প্রাথমিক ভাবে য জানা গিয়েছে, পাঁচ তলা অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে ডেভিড জনসনের। এটি আত্মহত্যার ঘটনা কিনা, খতিয়ে দেখছে পুলিশ। সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়দের সতীর্থ। ডেভিডের বয়স ৫২। স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। এখনও অবধি যেটুকু জানা গিয়েছে, বাড়ির কাছেই একটি ক্রিকেট অ্যাকাডেমি চালাচ্ছিলেন ডেভিড। যদিও অ্যাকাডেমির পরিস্থিতি খুব একটা ভালো ছিল না।
কর্নাটক ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আমাদেরও জানানো হয়েছে ওদের পাঁচতলা অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে গিয়েছে। দ্রুতই তাঁকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।’ কর্নাটক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘কোঠানুরে তাঁর অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে। তবে আমরা তদন্ত করছি। এটি আত্মহত্যার ঘটনা কিনা, খতিয়ে দেখা হচ্ছে।’
সাল ১৯৯৬। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সচিন তেন্ডুলকরের নেতৃত্বে অভিষেক হয়েছিল পেসার ডেভিড জনসনের। স্পিন সহায়ক পিচে প্রথম ইনিংসে উইকেট মেলেনি। দ্বিতীয় ইনিংসে অজি ওপেনার মাইকেল স্লেটারকে ০ রানে ফেরান ডেভিড। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন। সেই ম্যাচে প্রথম ইনিংসে দু-উইকেটও নিয়েছিলেন। সে সময় ভারতীয় পেস আক্রমণে জাভাগল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদের মতো বোলাররা ছিলেন। ডেভিডের আন্তর্জাতিক কেরিয়ার শেষ দুটি টেস্ট খেলেই। প্রথম শ্রেনির ক্রিকেটে চোখ ধাঁধানো সাফল্য রয়েছে ডেভিডের।
Saddened to hear the passing of my cricketing colleague David Johnson. Heartfelt condolences to his family. Gone too soon “ Benny”!
— Anil Kumble (@anilkumble1074) June 20, 2024
রাজ্য দল তথা জাতীয় দলে সতীর্থ কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ডেভিডের মৃত্যুতে বলেন, ‘আমার ক্রিকেট সতীর্থ ডেভিডের মৃত্যুতে মর্মাহত। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল। খুব তাড়াতাড়ি চলে গেলে বেনি (ডেভিডের ডাক নাম)।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দেশের প্রাক্তন পেসার ডেভিড জনসনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ভারতীয় ক্রিকেটে ওর অবদান অক্ষুণ্ণ থেকে যাবে।’
Deepest condolences to family and friends of our former Indian fast bowler David Johnson. His contributions to the game will always be remembered 🙏
— Jay Shah (@JayShah) June 20, 2024