Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: কারাবাস থেকে আইপিএলের মঞ্চ, শাহরুখ পুত্রের জীবন যেন ওয়েব সিরিজের প্লট

এই ক'দিন আগেও স্টারকিডকে বলা হচ্ছিল 'ব্যাড বয়'। সেই তিনিই এখন আইপিএলের মঞ্চে নতুন মুখ। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কি কলকাতা নাইট রাইডার্সের নতুন প্রজন্ম? আরিয়ানের জীবন নিয়ে কিন্তু ওয়েব সিরিজ হয়ে যেতে পারে।

IPL 2022: কারাবাস থেকে আইপিএলের মঞ্চ, শাহরুখ পুত্রের জীবন যেন ওয়েব সিরিজের প্লট
IPL 2022: কারাবাস থেকে আইপিএলের মঞ্চ, আরিয়ান খানের জীবন যেন ওয়েব সিরিজের প্লটImage Credit source: KKR Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 12:03 PM

বিহঙ্গী বিশ্বাস

যেন এক নাটকীয় কামব্যাক। জেলের ভাত থেকে আইপিএলের (IPL) ঝাঁ চকচকে নিলাম মঞ্চ– মাঝে কয়েক মাসের ব্যবধান। বাবা বেতাজ বাদশা আর তিনি? এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শাহরুখ খান (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। স্টারকিড আইপিএলের মেগা নিলামের গুরুদায়িত্ব সামলেছেন গত মাসে। সঙ্গী বোন সুহানা আর জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহেতা ।

এ বারের নিলামে শাহরুখ বা জুহিকে দেখা যায়নি একদিনও। খাতায় কলমে কেকেআরের (KKR) কর্ণধার তাঁরাই। তখন থেকেই প্রশ্ন উঠেছিল, তবে কি আইপিএলের দায়িত্ব থেকে ক্রমশ হাত গুটিয়ে নিচ্ছেন তাঁরা? হাল ধরবেন সন্তানরা? এর আগে বাবার সঙ্গে আইপিএলের নিলামে হাজির হয়েছেন আরিয়ান। তবে অভিভাবক ছাড়া এই প্রথম। সুসজ্জিত আউটফিট, ফ্যাশনদস্তুর হাবভাবে টেবিলে বসে বোন ও বন্ধুর সঙ্গে প্লেয়ার নির্বাচনের একাগ্রতা কি আগামী মালিকানারই ইঙ্গিত? নাকি মাদক কাণ্ডে ছেলের নাম জড়ানোয় ‘ইমেজ ক্লিনিং’-এর অভিনব স্ট্র্যাটেজি?

স্ট্র্যাটেজি-মালিকানা— উদ্দেশ্য যাই হোক না কেন, টিম এসআরকে কিন্তু পরিকল্পনায় সফল। অক্টোবরেও যে আরিয়ানের নামে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা জারি করেছিল অলিখিত ‘ফতোয়া’, সেই আরিয়ানের ইমেজই ফেব্রুয়ারির পর অনেকটা আয়ত্তে। ক্যামেরা দেখেও আরিয়ানের তাই আর মুখ লুকিয়ে ফেলা নয়, বরং ঠোঁটে হালকা হাসি মেখে মডেল সুলভ পোজ! হ্যাঁ, সপ্তাহ খানের আগে ধর্মা প্রযোজনা সংস্থার সিইওর জন্মদিনের পার্টিতে পাপারাজ্জির ক্যামেরায় এভাবেই হাসিমুখে ধরা দিয়েছেন আরিয়ান। সঙ্গী ছিলেন মা গৌরী। তবে বাবা শাহরুখ সেই অন্তরালেই। অথচ মাদক কাণ্ডের দীর্ঘ অধ্যায়ের পর জানুয়ারি অবধি কার্যত নিভৃতেই ছিলেন আরিয়ান। মন্নতের অন্দরের খবর সূত্র মারফত ছড়িয়ে পড়ছিল মিডিয়ায় আনাচে কানাচে। শোনা যাচ্ছিল, মা নাকি ছেলের জন্য ঠিক করেছেন কড়া ডায়েট। এও শোনা যাচ্ছিল মনোবিদের সাহায্যও নাকি নিতে হচ্ছে আরিয়ানকে। সঙ্গে চলছে বইপড়া আর নিয়মমাফিক জীবনযাত্রা।

এ সবের মধ্যেই ১২ ফেব্রুয়ারি তামাম দুনিয়াকে রীতিমতো চমকে দিয়ে বাদশা পুত্র হাজির হন নিলাম মঞ্চে। খোশমেজাজেই দেখা গিয়েছিল তাঁকে। কোন ক্রিকেটার কেনা হবে, কার জন্য কত দর সে সবেরই কাঁটাছেঁড়া করছিলেন দক্ষতার সঙ্গেই। মুখ ছিল গম্ভীর। যেন পুরদস্তুর ব্যবসায়ী। প্রাক-নিলামী অনুষ্ঠানেও হাজির ছিলেনব তিনি। ছেলেমেয়েদের স্ক্রিনে দেখে তখন উচ্ছ্বসিত নাইটদের আর এক মালিক জুহি চাওলা।

এই মুহূর্তে আরিয়ানের বয়স ২৪। তারুণ্য তাঁর শরীরের। আর টিমের রাশ? জুহি চাওলা সাফ জানিয়েছেন, টিমের ভবিষ্যৎ নন আরিয়ান-সুহানা-জাহ্নবী। তাঁরা বর্তমান। তাঁরাই টিমের চালিকাশক্তি। জুহি যোগ করেছিলেন, “একটা সময় আমরা টিভির পর্দায় থাকতাম আর ওরা বাড়িতে। এখন উল্টো। বেশ ভাল লাগছে।” আরিয়ান জাহ্নবী জুটি আবার নেটিজেনদের উস্কে দিয়েছে শাহরুখ-জুহি নস্টালজিয়া। কেউ বলছেন, ‘যোগ্য সন্তান, সঠিক উত্তরসূরী’। আবার কারও মতে, ‘শাক দিয়ে মাছ ঢাকা’। কেকেআরের টুইটার হ্যান্ডল থেকে তো সেই মেগা নিলামের দিনই ঘোষণা করে দেওয়া হয়েছিল, ‘আরিয়ান, সুহানা, জাহ্নবী টিমের পরবর্তী প্রজন্ম। ঠিকঠাক টিম বানাতে হলে কী করা দরকার, তার ক্র্যাশ কোর্স করার জন্য এসেছে ওরা।’ তার পর কি আর এত লুকোছাপা চলে!

সে যাই হোক না কেন, কেকেআরের দুই মালিকই যে আপাতত সন্তানের উপর অনেকটাই ভরসা করছেন তা নিশ্চিত। আরিয়ান কোনওদিনই অভিনেতা হতে চাননি। ক্রিকেটে তাঁর আগ্রহ ছিল কিনা তা অজানা। তবে ক্যামেরা পিছনে যে কাজ করতে চান সে খবর শাহরুখই বহু আগে জানিয়েছিলেন। সূত্র বলছে, কেকেআরের দায়িত্বের পাশাপাশি নাকি এক ওয়েবসিরিজের চিত্রনাট্যকার হিসেবে দেখা যেতে চলেছে তাঁকে। তবে এ ক্ষেত্রেই নাবিকের ভূমিকায় থাকছেন বাবা শাহরুখ খানই। এসআরকে আর গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’-এর তরফেই নাকি প্রযোজিত হবে ওই সিরিজ।

প্রসঙ্গত, শনিবারই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডারস। দল খারাপ পারফর্ম করলে এতদিন গ্যালারিতে উদ্বিগ্ন চোখে গালে হাত দিয়ে দেখা গিয়েছে শাহরুখ খানকে। আবার ভাল ফল করলে আইকনিক নাচের স্টেপও করতে দেখা গিয়েছে তাঁকে… তবে ছেলের নাম মাদককাণ্ডে জড়ানোর পর থেকেই বাবা আড়ালে। সেই একই চোখ, সেই একই চাহনি এবারে কি তবে ভিআইপি স্ট্যান্ডে আরিয়ান? ঠিক যেমনটা দেখা গিয়েছিল নিলামের সময়ে? উত্তর দেবে সময়। তবে অতীত ঘুরে দেখা নয়, আরিয়ানের লক্ষ্য এখন স্থির। সঙ্গে বটগাছের মতো খান পরিবার তো রয়েছেই।

আরও পড়ুন: KKR IPL 2022 Live Updates: নজর রাখুন নাইটদের খুঁটিনাটি খবরে

ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!