Rohit Sharma-Virat Kohli: রো-কো জুটি শুধুই নয়, মহাতারকারাও বর্ডার-গাভাসকর ট্রফির পর অবসর নিয়েছিলেন!

Indian Cricket Team: সদ্য ভারতের দুই স্টার প্লেয়ার রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বর্ডার-গাভাসকর সিরিজে ভারত ১-৩ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। যার ফলে ভারতের বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপ ফাইনালের হ্যাটট্রিকের ওঠার স্বপ্নভঙ্গ হয়।

Rohit Sharma-Virat Kohli: রো-কো জুটি শুধুই নয়, মহাতারকারাও বর্ডার-গাভাসকর ট্রফির পর অবসর নিয়েছিলেন!
Image Credit source: PTI FILE

May 14, 2025 | 8:21 PM

কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফির ঐতিহ্য ভারতীয় ও অস্ট্রেলিয়ানদের কাছে নতুন নয়। ভারত ও অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি সুনীল গাভাসকর ও অ্যালান বর্ডারের নামে এই ট্রফির নাম হয় বর্ডার-গাভাসকর ট্রফি। এই সিরিজকে ঘিরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একাধিক ইতিহাস রয়েছে। এই ট্রফি যেমন অনেক প্লেয়ারের জীবনে নতুন দিক খুলে দিয়েছে ঠিক তেমন অনেক প্লেয়ারের জীবনে এই টেস্ট সিরিজ কেরিয়ারের শেষ সিরিজ হয়ে দাঁড়িয়েছে। শুধু রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিই নন, ভারতের একাধিক এমন প্লেয়ার রয়েছেন যাঁরা বর্ডার-গাভাসকর ট্রফির পর অবসর নিয়েছেন।

সদ্য ভারতের দুই স্টার প্লেয়ার রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বর্ডার-গাভাসকর সিরিজে ভারত ১-৩ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। যার ফলে ভারতের বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপ ফাইনালের হ্যাটট্রিকের ওঠার স্বপ্নভঙ্গ হয়। এর পরেই ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর ঘোষণা করেন। মনে করা হচ্ছে, খারাপ পারফরম্যান্সের কারণেই এই অবসর। শুধু এই দুই প্লেয়ারই নয় আরও অনেক বড় নাম অতীতে বর্ডার-গাভাসকর সিরিজের পরেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন।

ভারতীয় ক্রিকেটে বীরেন্দ্র সেওয়াগকে চেনেন না এমন লোকের সংখ্যা খুব কম। তিনি তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই পরিচিত। বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, ঠিক সেওয়াগও একভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ২০১২-১৩ সালে ভারতে বর্ডার-গাভাসকর ট্রফিটি বীরেন্দ্র সেওয়াগের কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ ছিল। এই পরেই টেস্ট দল থেকে তিনি বাদ পড়েন।

আরও এক ভারতীয় ক্রিকেটের মহাতারকা মহেন্দ্র সিং ধোনি তিনিও ঠিক একই ভাবে টেস্ট থেকে অবসর নেন। ধোনি নিজের ক্রিকেট জীবনের প্রথম যে ফরম্যাট থেকে অবসর নেন তা হল টেস্ট। মাহি নিজের জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিজিতে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাঝপথেই অবসর নেন। তাঁর ডেপুটি ছিলেন বিরাট কোহলি। ধোনির অবসরে পাকাপাকি টেস্টের দায়িত্ব তুলে দেওয়া হয় বিরাট কোহলির হাতে। শুধু তাঁরাই নন, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের মতো ভারতীয় ক্রিকেটের মহা তারকাও বর্ডার-গাভাসকর ট্রফি দিয়েই টেস্ট কেরিয়ারে ইতি টানেন।