MI FANS ভিডিয়ো: এই হাল! বিধ্বংসী ব্যাটারের আউটে মাথা ঠুকলেন মুম্বই ফ্যান
IPL, Mumbai Indians: অ্যাওয়ে ম্যাচে জোড়া হারের পর ঘরের মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে ৩.৩ ওভারের মধ্যেই চার ব্যাটার প্যাভিলিয়নে। হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা কিছুটা হাল না ধরলে ১০০-র মধ্যেও মুম্বইয়ের ইনিংস শেষ হয়ে যেতে পারত। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং আক্রমণ খুবই শক্তিশালী। ওপেনিংয়ে রোহিত শর্মা, ঈশান কিষাণের মতো ব্যাটার। অন্তত আট নম্বর অবধি ব্যাটিং গভীরতা।

অ্যাওয়ে ম্যাচে লড়াই করে হার তবু মেনে নেওয়া যায়। ঘরের মাঠে চোখের সামনে ব্যাটারদের হারাকিরি অস্বস্তিতে ফেলে। ওয়াংখেড়ে ব্যাটিং প্যারাডাইস। সেখানে পরপর উইকেট হারাতে থাকবে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার! এই দৃশ্য আশা করেননি সমর্থকরা। টস হারেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ২০১৫ সালে এই ফ্র্যাঞ্চাইজির হয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পথ চলা শুরু হার্দিক পান্ডিয়ার। মাঝে ছিলেন অন্য দলে। এ বার গুজরাট টাইটান্স থেকে ট্রেডিংয়ে ফিরেছেন মুম্বইয়ে।
হার্দিকের ঘরে ফেরা সুন্দর হচ্ছে না কিছুতেই। অ্যাওয়ে ম্যাচে জোড়া হারের পর ঘরের মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে ৩.৩ ওভারের মধ্যেই চার ব্যাটার প্যাভিলিয়নে। হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা কিছুটা হাল না ধরলে ১০০-র মধ্যেও মুম্বইয়ের ইনিংস শেষ হয়ে যেতে পারত। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং আক্রমণ খুবই শক্তিশালী। ওপেনিংয়ে রোহিত শর্মা, ঈশান কিষাণের মতো ব্যাটার। অন্তত আট নম্বর অবধি ব্যাটিং গভীরতা।
সপ্তম উইকেট হিসেবে আউট হন তিলক ভার্মা। হার্দিক ফিরেছেন তার আগেই। মুম্বই ইন্ডিয়ান্স শিবির তখনও বড় স্কোরের স্বপ্ন দেখছিল। বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড ক্রিজে। বড় শট খেলতে পারেন। স্লগ ওভারে তাঁর ব্যাটে বিধ্বংসী কয়েকটা শট এলে বড় স্কোর সম্ভব। তা অবশ্য হল না। স্লোয়ার শর্ট পিচ ডেলিভারিতে ছন্দপত। স্কোয়ারলেগে ক্যাচে ফেরেন ডেভিড। টিভি ক্যামেরায় ধরা পড়ে মুম্বই সমর্থক মাথা ঠুকছেন।
— Sitaraman (@Sitaraman112971) April 1, 2024
শেষ স্পেশালিস্ট ব্যাটারও আউট হওয়ায় বড় স্কোরের সম্ভাবনা সেখানেই ইতি। ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ১৫.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস।





