Rachin Ravindra: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়লেন রাচিন রবীন্দ্র, ক্রিকেটপ্রেমীদের নিশানায় PCB

Watch Video: নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচিন কপালে চোট পাওয়ার পর দেখা যায় এক মোটা তোয়ালে তাঁর মুখের সামনে চেপে মাঠ থেকে বের করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

Rachin Ravindra: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়লেন রাচিন রবীন্দ্র, ক্রিকেটপ্রেমীদের নিশানায় PCB
গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের সময় মাথায় চোট পেয়েছেন রাচিন রবীন্দ্র।Image Credit source: X

Feb 09, 2025 | 10:38 AM

কলকাতা: রক্তাক্ত অবস্থায় গদ্দাফি স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন কিউয়ি তরুণ তুর্কি রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর ভিডিয়ো। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় ওডিআই সিরিজে গদ্দাফি স্টেডিয়ামে এক ম্যাচ চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পান তিনি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে রাচিনের এই চোট চিন্তা বাড়াল কিউয়ি শিবিরের। এখন কেমন আছেন তিনি? তা জানার জন্য অপেক্ষার তাঁর অনুরাগীরা। একদিকে সকলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রীতিমতো দুষছেন ক্রিকেট প্রেমীরা।

পাকিস্তানের ইনিংস চলাকালীন ৩৮তম ওভারে ঘটনাটি ঘটে। গদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের মান নিয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজ়েনরা। অনেকেই দাবি তুলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়ে পাকিস্তান কীভাবে এমন নিম্ন মানের ফ্লাডলাইটে ম্যাচ চালিয়ে যাচ্ছে? অবিলম্বে এ বিষয়ে ফয়সলা করা উচিত আইসিসির। এমন দাবিও রাখছেন অনেকে।

নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচিন কপালে চোট পাওয়ার পর দেখা যায় এক মোটা তোয়ালে তাঁর মুখের সামনে চেপে মাঠ থেকে বের করা হয়। পাকিস্তানের খুশদিল শাহ জোরে এক শট মেরেছিলেন। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডিংয়ে ছিলেন রাচিন রবীন্দ্র। পর্যাপ্ত আলোর অভাবে রাচিন বলের গতিপথ ভালো দেখতে পাননি। আর তা সজোরে লাগে মুখে। সঙ্গে সঙ্গে তাঁর কাছে হাজির হন কিউয়ি মেডিকেল টিমের সদস্যরা। এবং তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পর গদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের মান নিয়ে চরম সমালোচনা হচ্ছে। নেটদুনিয়ায় অনেকে সরব হয়েছেন ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে। এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, ‘পাকিস্তানের পুরো টিমের প্লেয়ারদের থেকে রাচিন রবীন্দ্র অনেক ভালো ফিল্ডার। সেই তিনিই কিনা ক্যাচ নেওয়ার জন্য বল দেখতে পেলেন না। গদ্দাফি স্টেডিয়ামের আলো খুবই খারাপ।’

কেমন আছেন রাচিন রবীন্দ্র? নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতি অনুসারে, তাঁর কপালে আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর তাঁর মাথার আঘাত কতটা গুরুতর তা বোঝার জন্য হেড ইনজুরি অ্যাসেসমেন্ট (HIA) করা হয়। সেখানে তিনি প্রাথমিক ভাবে পাস করেছেন। এরপরও তাঁকে HIA এর প্রোটোকল অনুযায়ী পর্যবেক্ষণে রাখা হয়েছে।