ICC World Cup 2023: রোহিতের জন্য ভারতের ড্রেসিংরুমের পরিবেশ বদলে গিয়েছে, দাবি গম্ভীরের

ভারতের ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখার পিছনে বিরাট অবদান রয়েছে রোহিত শর্মার। এমনটাই মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। অবশ্য শুধু ক্রিকেট মহলের আলোচনাই নয়, পরিসংখ্যানও বলছে রোহিত শর্মা ভারত অধিনায়ক হিসেবে কতটা সফল। তাঁর নেতৃত্বে এ বারের বিশ্বকাপে টানা ৯টি ম্যাচ জিতেছে ভারত। এ বার ১৫ নভেম্বর ভারতের সেমিফাইনাল খেলার পালা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

ICC World Cup 2023: রোহিতের জন্য ভারতের ড্রেসিংরুমের পরিবেশ বদলে গিয়েছে, দাবি গম্ভীরের
রোহিতের জন্য ভারতের ড্রেসিংরুমের পরিবেশ বদলে গিয়েছে, দাবি গম্ভীরেরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 8:30 PM

মুম্বই: ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা (Rohit Sharma) ঠিক কেমন? নিশ্চিত ভাবেই ভারতীয় টিমের (Team India) অন্দরে এই প্রশ্ন করলে জবাব আসবে সুপারহিট হিটম্যান। ক্রিকেট মহলেও আলোচনা চলে, রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে। ভারতের ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখার পিছনে বিরাট অবদান রয়েছে রোহিত শর্মার। এমনটাই মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। অবশ্য শুধু ক্রিকেট মহলের আলোচনাই নয়, পরিসংখ্যানও বলছে রোহিত শর্মা ভারত অধিনায়ক হিসেবে কতটা সফল। তাঁর নেতৃত্বে এ বারের বিশ্বকাপে টানা ৯টি ম্যাচ জিতেছে ভারত। এ বার ১৫ নভেম্বর ভারতের সেমিফাইনাল খেলার পালা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপের মাঝে এর আগেও রোহিতকে প্রশংসায় ভরিয়েছিলেন গম্ভীর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

একজন ভালো অধিনায়ক সব সময় দলের কথা ভাবেন। দলকে এগিয়ে রাখেন। আর রোহিত শর্মার মধ্যে ক্যাপ্টেন্স হিসেবে ধারাবাহিক সাফল্যও দেখা গিয়েছে। অধিনায়ক হিসেবে রোহিত পাঁচ বার আইপিএল খেতাব জিতিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সকে। ২০১৩ সালে রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-২০-র খেতাব জিতেছিল। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে রোহিত দুরন্ত ছন্দে রয়েছেন। এবং দলকে দারুণ নেতৃত্বও দিচ্ছেন। গৌতমের কথায়, ‘একজন ভালো অধিনায়ক দলকে সব সময় ভরসা দেয়। যা ড্রেসিংরুমের পরিবেশও বদলে দেয়। রোহিত ভালো নেতা হওয়ার দরুণ ও দলের ১৪ জনকেই সব সময় ভরসা দেয়। বছরের পর বছর ধরে রোহিত এটা করে চলেছে।’

দেশের হয়ে ভারতকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আইপিএলেও যে রোহিত কতটা সফল সে কথাও তুলে ধরেছেন গৌতম গম্ভীর। তাঁর কথায়, ‘ও ভালো নেতা বলে, ৫ বার আইপিএল ট্রফি জিতেছে। যদি ওর পরিসংখ্যান ও সাফল্য দেখা হয় সবেতেই ফুল মার্কস পাওয়ার মতো। কিন্তু ওর মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা, তা হল ও যে কোনও পরিস্থিতিতে দলের প্রত্যেককে ভরসা দেয়।’ রোহিত শর্মার ক্যাপ্টেন্সি রেকর্ডও বেশ ঈর্ষণীয়। দেশের হয়ে ১০৩টি ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৭৭টি ম্যাচে জিতেছে ভারত। আর ২৩টি ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া।