Gautam Gambhir: ভারতীয় দলের ভবিষ্যৎ কোচের সঙ্গে কথা বলছি? গৌতম গম্ভীরের জবাব…

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 21, 2024 | 9:35 PM

Team India Head Coach: এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ভারতের প্রাক্তন ওপেনার। শুক্রবার কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ইয়ং লিডার্স ফোরামের অনুষ্ঠিত 'রাইজ টু লিডারশিপ উইথ গৌতম গম্ভীর'এ হাজির ছিলেন তিনি। ওই অনুষ্ঠানে এসে গম্ভীরকে ভারতের কোচ প্রসঙ্গে প্রশ্নের মুখে অবশ্যই পড়তে হল।

Gautam Gambhir: ভারতীয় দলের ভবিষ্যৎ কোচের সঙ্গে কথা বলছি? গৌতম গম্ভীরের জবাব...
গৌতম গম্ভীর।

Follow Us

কলকাতা: ভারতীয় মিডিয়া বলছে, তাঁর কোচ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ইন্টারভিউ দিয়েছেন গত সপ্তাহে। বোর্ডের তালিকায় এমন কোনও কোচ নেই, যিনি গম্ভীরের প্রতিদ্বন্দ্বী হতে পারেন। অর্থাৎ মঞ্চ তৈরি কেকেআর মেন্টরের জন্য। ২৬ মে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ভাবা হয়েছিল এই শহরের রাস্তায় শোভাযাত্রা বেরোবে নাইটদের নিয়ে। লোকসভা ভোটের দরুণ তা সম্ভব হয়নি। যদি দিনক্ষণ ধরা হয় প্রায় মাসখানেক পর আবার কলকাতায় দেখা গেল গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। তিনি কখনও নিরাশ করেননি কেকেআরকে (KKR)। কিন্তু এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ভারতের প্রাক্তন ওপেনার। শুক্রবার কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ইয়ং লিডার্স ফোরামের অনুষ্ঠিত ‘রাইজ টু লিডারশিপ উইথ গৌতম গম্ভীর’এ হাজির ছিলেন তিনি। ওই অনুষ্ঠানে এসে গম্ভীরকে ভারতের কোচ প্রসঙ্গে প্রশ্নের মুখে অবশ্যই পড়তে হল। কী উত্তর দিলেন তিনি?

অনুষ্ঠানের সঞ্চালক জিজ্ঞেস করলেন, ভারতীয় দলের ভবিষ্যতের কোচের সঙ্গে কথা বলছি? হাসতে হাসতে গম্ভীরের জবাব, ‘আমি দূরের কথা এখনই ভাবতে চাই না। এর উত্তর দেওয়া খুব কঠিন। আমি এখন খুব ভালো আছি। সবে আইপিএল শেষ হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছি কেকেআরের হয়ে। এখন একটু উপভোগ করতে চাই। যা হবে পরে দেখা যাবে।’ যতই বলুন মাথায় যে ভারতীয় ক্রিকেট ঢুকে পড়েছে গম্ভীরের সন্দেহ নেই। বলতেও শোনা গেল, ‘টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে। ঠিকঠাক বিজ্ঞাপন করতে হবে। সোজা কথায়, ভালো ভাবে প্রোমোট করতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেট তো বিনোদনের জন্য।’

কলকাতায় এসে ওই অনুষ্ঠানে মজার মজার প্রশ্নের সামনে পড়লেন গম্ভীর। আর তাতে হাসতে হাসতে উত্তরও দিলেন। প্রশ্ন এল, ফেয়ার প্লে ট্রফি চাই নাকি আইপিএল ট্রফি চাই? গম্ভীর হাসতে হাসতেই বলে দিলেন, ‘যদি আইপিএল ট্রফি চাই, আমি দিতে পারি। ফেয়ার প্লে ট্রফি দিতে পারব না। কোনও দিন হয়তো এই ট্রফি পাবে না কেকেআর।’

Next Article