Gautam Gambhir : সিএসকের পঞ্চম ট্রফি, গম্ভীরের টুইটে শুধুই প্রশংসা নাকি খোঁচা!

IPL 2023 Final, CSK vs GT : এ বার চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে আরসিবি ডাগআউট এবং গ্যালারির দিকে ‘চুপ’ থাকার অঙ্গভঙ্গী করেছিলেন গৌতম গম্ভীর। ফিরতি ম্যাচে লখনউয়ের মাঠে জয়ের পর একই অঙ্গভঙ্গী করেন আরসিবি তারকা বিরাট কোহলি।

Gautam Gambhir : সিএসকের পঞ্চম ট্রফি, গম্ভীরের টুইটে শুধুই প্রশংসা নাকি খোঁচা!
Image Credit source: IPL, Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2023 | 8:30 PM

‘ব্রিং ব্যাক জিজি’। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে গ্যালারিতে এমন পোস্টার নজরে পড়েছিল। আইপিএলে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু-বারই গৌতম গম্ভীরের নেতৃত্বে। ২০১২ এবং ২০১৪ সালের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স এরপর আর ট্রফির স্বাদ পায়নি। গম্ভীরকে নিয়ে যেমন ইডেনে পোস্টার ছিল তেমনই তাঁকে বিরাট কোহলি ধ্বনিতে বিরক্তও করা হয়। কেকেআরে খেলার সময় বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। তার রেশ দেখা যায় এ বারের আইপিএলেও। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বার চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে আরসিবি ডাগআউট এবং গ্যালারির দিকে ‘চুপ’ থাকার অঙ্গভঙ্গী করেছিলেন গৌতম গম্ভীর। ফিরতি ম্যাচে লখনউয়ের মাঠে জয়ের পর একই অঙ্গভঙ্গী করেন আরসিবি তারকা বিরাট কোহলি। ম্যাচ শেষেও বিরাট এবং গম্ভীরের মধ্যে ব্যাপক বিতর্ক হয়। বিরাট কোহলি অল্প রানে আউট হলে তাঁকে খোঁচা দিতে ছাড়েননি গম্ভীর। এ বার তাঁর নতুন টুইট একই বিতর্কের যেন আভাস দিচ্ছে। এ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সব মিলিয়ে পাঁচ বার চ্যাম্পিয়ন হল তারা। মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম ট্রফির রেকর্ড স্পর্শ করল। গম্ভীর টুইট করেছেন- ‘চেন্নাই সুপার কিংসকে শুভেচ্ছা। একটা ট্রফি জেতাই খুব কঠিন। পাঁচ বার চ্যাম্পিয়ন, অবিশ্বাস্য’।

আইপিএলের জন্মলগ্ন থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ সময় নেতৃত্বও দিয়েছেন। তবে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার অবশ্য আইপিএল ট্রফি জয়ের স্বাদ পাননি। অনেকেই মনে করছেন, গম্ভীরের এই টুইট বিরাট কোহলিকে খোঁচা দিতেই। আরসিবি এবং বিরাট কোহলির সমর্থকরাও সেই টুইটে নানারকম রিপ্লাই দিয়েছেন। কেউ বা বিরাট কোহলির সমস্ত ট্রফি সহ ছবি, আবার কেউ বড় ইভেন্টে কোহলির সেরার পুরস্কার হাতে ছবি রিপ্লাইয়ে পোস্ট করেছেন। কমেন্টে ভরে যাচ্ছে গম্ভীরের সেই টুইটে।