
কলকাতা: দল খারাপ খেললে অধিনায়ককে যেমন জবাব দিতে হয়, তেমনই কোচকেও সক্কলে দাঁড় করান কাঠগড়ায়। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ টেস্ট সিরিজ হারার পর ভারতীয় দলের বর্তমান হেড কোচকে নিয়ে চলছে তুমুল আলোচনা। ক্রিকেট মহলে অনেকে তো বলাবলি শুরু করেছেন, গৌতম গম্ভীরের (Gautam Gambhir) চাকরি গেল বলে! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ হারের পর তিনি নিজে সাংবাদিক সম্মেলনে এই নিয়ে মন্তব্যও করেন। যা করার বোর্ড করবে। এ বার সেই বোর্ডের অন্দরমহল থেকেই সামনে এল এক তথ্য। এখনই ভারতীয় টিমের হেড কোচ বদলের পথে হাঁটছে না বিসিসিআই। এমনটাই জানিয়েছেন বোর্ডের এক কর্তা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের শোচনীয় হারের পরই কোচ গৌতম গম্ভীরকে বরখাস্ত করার আপাতত কোনও সম্ভাবনা নেই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। একজন বিসিসিআই কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে টিম ইন্ডিয়া একটি ‘পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে’। তাই বোর্ড কোনও ‘হুট করে’ সিদ্ধান্ত নিতে চায় না।
ভারতীয় টিমের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের চুক্তি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। তাছাড়া, খুব শীঘ্রই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে। তাই এই সময়ে কোচ বদল করা ঠিক হবে না। বিসিসিআই জানিয়েছে, তারা নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে। তবে কোচের উপর এখনই কোনও বড় পদক্ষেপ নেওয়া হবে না।
২০২৪ সালে রাহুল দ্রাবিড়ের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার তাঁর কোচিংয়ে তৃতীয় টেস্ট সিরিজ হার। এই হারের পর গম্ভীর নিজেই বলেছিলেন যে, তাঁর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। তবে বোর্ড এখনই তাঁর উপর আস্থা রাখছে।
আরও পড়ুন – Team India: এক, দুই নয়… তিন নম্বরে ৭ ক্রিকেটারের ‘অগ্নিপরীক্ষা’ নিয়েছেন গম্ভীর, কী বলছে রিপোর্ট কার্ড?
আরও পড়ুন – Gautam Gambhir: চাকরি থাকছে? পুরনো ট্রফি তুলে ধরলেন গৌতম গম্ভীর