Watch Video: ভালো হও, মস্তি কোরো না… DC অধিনায়ক অক্ষর প্যাটেলকে ‘বাউন্সার’ DK-র

DC vs RCB, IPL 2025: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবার রাতে আইপিএলের ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও আরসিবি। সেই ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেনকে 'বাউন্সার' দীনেশ কার্তিকের।

Watch Video: ভালো হও, মস্তি কোরো না... DC অধিনায়ক অক্ষর প্যাটেলকে বাউন্সার DK-র
ভালো হও, মস্তি কোরো না... DC অধিনায়ক অক্ষর প্যাটেলকে 'বাউন্সার' DK-রImage Credit source: PTI

Apr 27, 2025 | 1:13 PM

কলকাতা: আইপিএলে (IPL) অতীতে যে ক্রিকেটাররা ব্যাটে-বলে জাদু দেখাতেন, তাঁদের অনেকেই অবসর নিয়েছেন। কিন্তু কোনও না কোনও ভাবে তাঁদের মধ্যে থেকে অনেকেই যুক্ত আইপিএলে। কেউ কোনও দলের বোলিং কোচ, কেউ বা ব্যাটিং কোচ, কেউ আবার সহকারী কোচ তো কেউ দলের মেন্টর। এ বারের আইপিএলে আরসিবি দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh Karthik)। আজ, রবিবার দিল্লির ঘরের মাঠে নামবে আরসিবি। তাঁর আগে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলকে (Axar Patel) ‘বাউন্সার’ ছুড়লেন ডিকে।

বিষয়টা ঠিক কী? অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে রবিবারের ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা অনুশীলন করেছেন। সেখানেই দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের সঙ্গে কথা বলেন আরসিবির ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে দিল্লি ক্যাপিটালস। ক্যাপশনে লেখা, ‘ডিকে ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য সব কিছু বন্ধ হতে পারে।’

সেই ভিডিয়োতে অক্ষর প্যাটেলকে দেখা যায় নেটের মধ্যে হাতের গ্লাভস খুলছেন অক্ষর। এবং বলছেন, ‘ডিকে ভাইকে হ্যালো তো বলব, তাই না?’ এরপর কার্তিক বলেন, ‘ভালো ক্যাপ্টেন হও!’ এরপর অক্ষর হাসতে হাসতে ‘তুমি ডিকে ভাই’ বলতে থাকেন। তাঁরা হাত মেলান। এরপর কার্তিক হাসতে হাসতে অক্ষরকে বলেন, ‘ভাই তুমি খেলো। মজা করো না। এই জন্যই আমি নেটের কাছে আসি না।’ রাগারাগির ছাপ ছিল না তাঁদের কথায়। দু’জনের কথোপকথন শুনলেই বোঝা যায়, তাঁরা মজার ছলেই এই কথাগুলো বলছিলেন।

দিল্লি জার্সিতে আইপিএলে অতীতে খেলেছেন ডিকে। পুরনো দলের বর্তমান ক্যাপ্টেনের সঙ্গে যে কারণে খুনসুটি করতে দেখা গিয়েছে কার্তিককে। এ ছাড়াও কার্তিক ও অক্ষর একে অপরের পরিচিত। প্রসঙ্গত, এ বারের আইপিএলে দিল্লি ও আরসিবি ২টো দলই ভালো ছন্দে রয়েছে। ২টো টিমেরই বর্তমান পয়েন্ট ১২। পয়েন্ট টেবলের দুইয়ে দিল্লি আর তিনে আরসিবি।