Phil Salt: কেকেআরে পাননি, আরসিবিতে মিটবে আক্ষেপ? ভোররাতে ভারতে ফিরলেন সল্ট
RCB, IPL 2025: IPL ফাইনালের আগে বিরাট স্বস্তি আরসিবিতে। কারণ মেগা ম্যাচের কয়েক ঘণ্টা আগে ফিরলেন বেঙ্গালুরুর নায়ক ফিল সল্ট।

কলকাতা: প্রথম বার আইপিএল ট্রফি জয়ের হাতছানি আরসিবির (RCB) সামনে। জান লড়িয়ে সোনালি ট্রফি মুঠোয় ভরতে মরিয়া বিরাট কোহলি। এরই মাঝে আরসিবি শিবিরে খানিক ঝটকা লেগেছিল। দলের এক তারকা ক্রিকেটারকে ঘিরে তৈরি হয়েছিল বিরাট ধোঁয়াশা। কথা হচ্ছে এক বিদেশি ক্রিকেটারকে নিয়ে। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা, তাই দেশে উড়ে গিয়েছিলেন। তবে ফাইনালের দিন দলের পাশে থাকতে টিমের টানে ফিরলেন আমেদাবাদে। বুধবার সাতসকালে সেখানে পা রেখেছেন ফিল সল্ট (Phil Salt)। আর তিনি ফিরেছেন মানে, আরসিবির ওপেনিং জুটিতে বিস্ফোরণ দেখা যাবে। এমনটাই মনে করছেন অনেকে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত আইপিএলে ফাইনাল ম্যাচ খেলা হয়নি ফিল সল্টের। সেই বার আইপিএলের পর ছিল টি-২০ বিশ্বকাপ। সেই সময় ইংল্যান্ডের সকল ক্রিকেটারদের দেশে ডেকে নিয়েছিল ইসিবি। তাই ফাইনাল ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় সেই সময় নাইট টিমের সদস্য সল্টকে। যে কারণে সরাসরি সল্টের আইপিএল ট্রফি জেতা হয়নি। গত মরসুমে সল্ট আইপিএল চ্যাম্পিয়ন তকমা পেয়েছেন ঠিকই, কিন্তু ফাইনালে তিনি অবদান রাখতে পারেননি। এ বার তাঁর সামনে ফের সুযোগ। হাতছানি দিচ্ছে ট্রফি। তবে বদলেছে তাঁর দল।
আরসিবির হয়ে সল্টের ট্রফি জেতার সুযোগ কেউ উড়িয়ে দিচ্ছেন না। তিনি নিজেও চাইছেন এই ট্রফি জয়ের স্বাদ পেতে। যে কারণে সন্তানসম্ভবা স্ত্রীকে তড়িঘড়ি দেখে আজ, মঙ্গলবার ভোররাতে ভারতে ফেরেন সল্ট। চলতি আইপিএলে আরসিবি জার্সিতে ছন্দে রয়েছেন সল্ট। এ মরসুমে ১২টি ম্যাচ খেলে সল্ট করেছেন ৩৮৭ রান। সেখানে তাঁর সর্বাধিক রান ৬৫। করেছেন ৪টি হাফসেঞ্চুরি। এ বার দেখার ফাইনালে কোহলির সঙ্গে ওপেনিং জুটিতে তিনি কেমন পারফর্ম করেন।
