AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GT Retention List for IPL 2025: মাইনে কমালেন শুভমন গিল, থাকলেন রশিদ; ৫-এ ৫ গুজরাটের

GT Retention Players List for IPL 2025: মোট ৫ ক্রিকেটারকে আইপিএলের মেগা নিলামের আগে রিটেন করেছে গুজরাট টাইটান্স। ক্যাপ্টেনের দায়িত্বে পরের আইপিএলেও দেখা যাবে শুভমন গিলকে।

GT Retention List for IPL 2025: মাইনে কমালেন শুভমন গিল, থাকলেন রশিদ; ৫-এ ৫ গুজরাটের
স্যালারি কমিয়ে গুজরাট টাইটান্সে থেকে গেলেন শুভমন গিল।Image Credit: X
| Updated on: Oct 31, 2024 | 8:53 PM
Share

কলকাতা: দলের স্বার্থে বেতন কমাতে দ্বিতীয় বার ভাবেননি। অতীতে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা আইপিএলে (IPL) স্যালারি কমিয়ে নিজেদের টিমে থেকে গিয়েছিলেন। সেই পথেই হেঁটেছেন ভারতের তরুণ তুর্কি। তিনি ভারতীয় ক্রিকেটের প্রিন্স বলে পরিচিতি পেয়েছেন। কথা হচ্ছে পঞ্জব তনয় শুভমন গিলকে নিয়ে। গুজরাট টাইটান্স (Gujarat Titans) তাঁকেই পঁচিশের আইপিএলে ক্যাপ্টেন হিসেবে চায়। শক্তিশালী দল গড়ার জন্য এবং টিম কম্বিনেশন যাতে ভালো হয়, তাই আইপিএলে মাইনে কমিয়ে গুজরাটে থেকে গেলেন গিল। ১৬.৫০ কোটি টাকায় তাঁকে রিটেন করল গুজরাট। ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন টিমের সবচেয়ে দামি রিটেন প্লেয়ার আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান।

এক ঝলকে দেখে নিন কে কত টাকা পেল গুজরাট টাইটান্সের রিটেন লিস্টে —

  • রশিদ খান – ১৮ কোটি
  • শুভমন গিল – ১৬.৫০ কোটি
  • সাই সুদর্শন – ৮.৫০ কোটি
  • রাহুল তেওয়াটিয়া – ৪ কোটি
  • শাহরুখ খান – ৪ কোটি

গুজরাট টাইটান্স টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দলের মূল প্লেয়ারদের ধরে রাখল তারা। শুভমন গিল, রশিদ খান, সাই সুদর্শন ছাড়া দুই আনক্যাপড প্লেয়ার হিসেবে রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে রিটেন করেছে গুজরাট। অতীতের সাফল্য ও অভিজ্ঞতা থেকে একটা শক্তিশালী দল গড়ার পরিকল্পনা করছে গুজরাট টাইটান্স।

গুজরাট টাইটান্সের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেন,  ‘যে ক্রিকেটাররা অতীতে আমাদের দলের সদস্য ছিলেন, যাঁরা গত তিনটে মরসুম এই দলে কাটিয়েছেন, তাঁদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তাঁদের ক্রিকেটে নিবেদিত মনোভাব, প্যাশন এবং অবদানের কথা না বললেই নয়। আমরা সেই সকল ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই। নিলামের সময় তাঁদের মধ্যে থেকে অনেকেই আবার টাইটান্সের অংশ হতে পারেন। আগামী আইপিএলের জন্য একটা সমন্বয় রেখে দল আমরা গোছাতে চাইছি।’