Shubman Gill : শুভমন গিলের আইপিএল ফাইনালের হ্যাটট্রিক! মেগা ম্যাচে গিলের ব্যাটে কি ঝড় উঠবে?
CSK vs GT, IPL 2023 Final: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেজে উঠেছে চেন্নাই বনাম গুজরাটের মেগা ফাইনালের জন্য। গুজরাটের তরুণ ওপেনার শুভমন গিল এই নিয়ে টানা তৃতীয় বার আইপিএল ফাইনালে খেলতে চলেছেন। তিনিই আপাতত রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে। আজ ফের তাঁর সামনে রান বাড়ানোর সুযোগ থাকবে।
আমেদাবাদ : এক, দো, তিন… টানা তিন বার আইপিএল ফাইনালে (IPL Final) খেলতে চলেছেন ভারতের তরুণ তুর্কি। গত তিন বছরে গুজরাটের শুভমন গিলের (Shubman Gill) দল বদলে গিয়েছে ঠিকই। কিন্তু তিনি ফাইনালে উঠেছেন পরপর তিন বার। এ বারের আইপিএলে তিনটি শতরান হাঁকানো গিল ২ বার এই টুর্নামেন্টের ফাইনালে খেলার অভিজ্ঞতা নিয়ে আজ আমেদাবাদে নামতে চলেছেন। ২০২১ সালে প্রথম বার আইপিএল ফাইনালে খেলেছিলেন পঞ্জাবের গিল। সেই সময় তিনি খেলতেন বেগুনি-সোনালি জার্সি চাপিয়ে কেকেআরের হয়ে। সে বার ট্রফির সামনে থেকে ফিরে আসতে হয়েছিল নাইটদের। পরের বছর বদলে যায় গিলের দল। তিনি যোগ দেন আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্সে (GT)। দ্বিতীয় বার আইপিএল ফাইনালে খেলতে নেমে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান গিল। এ বারও তিনি খেলছেন টাইটান্সে। ফের একটা ফাইনাল ম্যাচে নামবেন গিল। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন, গিলের খেলা গত ২ ফাইনালে তিনি কেমন পারফর্ম করেছিলেন।
২০২১ সালের আইপিএল ফাইনালে শুভমন গিলের পারফরম্যান্স
কেকেআরের হয়ে সে বারের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমেছিলেন শুভমন গিল। তাঁর সঙ্গী ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ১৩.২ ওভার অবধি ক্রিজে ছিলেন গিল। ৪৩ বলে ৫১ রান করেন। দীপক চাহার তাঁকে এলবিডব্লিউ করেন। সেই ম্যাচে ৬টি চার মেরেছিলেন গিল। স্ট্রাইকরেট ছিল ১১৮.৬০। ওই ম্যাচে ২৭ রানে জিতে ট্রফি তুলে নিয়েছিল ধোনির সিএসকে।
২০২২ সালের আইপিএল ফাইনালে শুভমন গিলের পারফরম্যান্স
গুজরাট টাইটান্সের হয়ে সে বারের ফাইনালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমেছিলেন শুভমন গিল। তাঁর সঙ্গী ছিলেন ঋদ্ধিমান সাহা। ম্যাচের শেষ অবধি ক্রিজে ছিলেন গিল। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন তিনি। সেই ম্যাচে ৩টি চার ও ১টি ছয় মেরেছিলেন গিল। স্ট্রাইকরেট ছিল ১০৪.৬৫। ১১ বল বাকি থাকতেই পিঙ্ক আর্মির বিরুদ্ধে ৭ উইকেটে সেই ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট।
এ বারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন। এখনও এবধি ১৬টি ম্যাচে ৮৫১ রান করেছেন। আজ ৪৯ রান করতে পারলেই এক মরসুমে ৯০০ রানের রেকর্ড গড়বেন তিনি। গত বারের আইপিএল ফাইনালের সঙ্গে একটা মিল পাবেন গিল। এ বারও তাঁর ওপেনিং পার্টনার হবেন বাংলার ঋদ্ধিমান সাহা। এ বার দেখার আইপিএলের ফাইনালের হ্যাটট্রিক ম্যাচে কেমন পারফর্ম করেন গিল।