IPL 2022: কিলার মিলারের দাপটে হার্দিক ছাড়াই চেন্নাই জয় গুজরাতের

এক বল বাকি থাকতে ম্যাচ জিতল গুজরাত। পাঁচটি ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল শীর্ষে গুজরাত টাইটান্স।

IPL 2022: কিলার মিলারের দাপটে হার্দিক ছাড়াই চেন্নাই জয় গুজরাতের
ব্যাট হাতে কামব্যাক কিলার মিলারের। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 11:52 PM

চেন্নাই সুপার কিংস – ১৬৯/৫ (২০)

গুজরাত টাইটান্স – ১৭০/৭ (১৯.৫)

পুণে: মুম্বই: এক দিকে ছিল লিগের নতুন একটা দল। অন্যদিকে লিগের সব থেকে সফল দলের একটি। কিন্তু অতীত নিয়ে খেলা হয় না। ম্যাচ জিততে চাই বর্তমান ফর্ম। রবিবার সেটাই প্রমাণ করলেন গুজরাত টাইটান্সের ক্রিকেটাররা। ১৭০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা দলটা ১০০ রান স্কোর বোর্ডে তোলার আগেই অর্ধেক দলকে হারিয়েছিল। কিন্তু জেতার স্বপ্নটা ছাড়েননি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। তাঁর ব্যাটে ভর করে আইপিএলে শীর্ষস্থান ধরে রাখল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। ম্যাচে নামার আগেই ধাক্কা খেলেছিল গুজরাত। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন অধিনায়ক হার্দিক। কিন্তু তাতে কি। দলে যে রাশিদ খান আছেন। মিলার (David Miller) যদিও অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন, রাশিদ সেখানে ২১ বলে ৪০ রানের ইনিংস খেলে চেন্নাইকে (Chennai Super Kings) দ্বিতীয় জয় পেতে দিলেন না। প্রথমে ব্যাটিং করে ১৬৯ রান স্কোর বোর্ডে তুলেছিল চেন্নাই। জাবাবে এক বল বাকি থাকতে ম্যাচ জিতল গুজরাত। পাঁচটি ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল (IPL 2022) শীর্ষে গুজরাত টাইটান্স।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাতের স্ট্যান্ডইন ক্যাপ্টেন রাশিদ খান। ওয়েডকে বসিয়ে উইকেটের পেছনে আনা হয় ঋদ্ধিমান সাহাকে। হার্দিকের বদলে আসেন ক্যারিবিয়ান অলজারি জোসেফ। বল হাতে শুরুটা ভালই হয়েছিল ৩২ রানের মধ্যেই চেন্নাইকে জোড়া ধাক্কা দেন সামি ও যশ দয়াল। রবিন উথাপ্পা এ দিন রান পেলেন না। ব্যর্থ মঈন। জাদেজার দলের হাল ধরেন অফ ফর্মে থাকা ঋতুরাজ ও আম্বাতি রায়াডু। ৯২ রানের পার্টনারশিপ ব্যাটারের। ৪৬ রান করেন রায়াডু। অফ ফর্মে থাকা ঋতুরাজকে পাওয়া গেল গত মরসুমের ছন্দে। ৪৮ বলে ৭৩ রানের ইনিংস এল তাঁর ব্যাট থেকে। ৩১ বলে ৪৬ রান রায়াডুর। এরপর শিবম দুবে ও অধিনায়ক রবীন্দ্র জাদেজা দলকে পৌঁছে দিলেন ১৬৯ রানে। গুজরাতের হয়ে জোড়া উইকেট আলজারি জোসেফের। একটি করে উইকেট যশ দয়াল ও মহম্মদ সামির।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পরে টাইটান্সরা। ২ ওভারের মধ্যে জোড়া ধাক্কা খায় রাশিদের দল। মুকেশের বলে আউট ০ রানে আউট শুভমন গিল। আবার ব্যর্থ বিজয় শঙ্কর। ০ রানে ফিরতে হল তাঁকেও। তিন নম্বরে নামা অভিনব মনোহর ১২ রানে আউট। এ বারের লিগে প্রথম ম্যাচ খেলতে নামা ঋদ্ধিমান সাহা একদিকে দাঁড়িয়ে দেখলেন পরপর উইকেট হারান। চাপের মুখে তাঁর ব্যাটও শান্ত। ১৮ বলে ১১ রান করে আউট তিনি। একা লড়াই চালাচ্ছিলেন ডেভিড মিলার। কিন্তু সঙ্গ দেবেন কে? দায়িত্ব নিলেন ক্যাপ্টেন রাশিদ। বল নয় আজ ম্যাজিক ব্যাট হাতে। মিলারের সঙ্গে প্রথমে দাঁড়িয়ে থাকলেন। তখন মিলার ব্যাট চালাচ্ছেন। ১৮ তম ওভার থেকে রাশিদ অন্য মেজাজে। ক্রিস জর্ডনের ওভারে ২৫রান তুললো গুজরাত। রাশিদের ব্যাট থেকে এল ২৩ রান। ম্যাচটা যেন উল্টো দিকে ঘুড়ে গেল ওই ওভারে। কিন্তু ২১ বলে ৪০ রানে আউট রাশিদ। ১৯ তম ওভারে জোড়া উইকেট নিলেন ব্রাভো। শেষ ওভারে মিলারের সামনে ১৩ রানের লক্ষ্য। প্রথম দুটি বল বিট হলেন। জর্ডন তাঁকে আউট করলেন। কিন্তু সেটা নো বল। ভাগ্য তাঁর সঙ্গে। তাই ১ বল বাকি থাকতেই দলকে ম্যাচ জেতালেন মিলার।

আরও পড়ুন : IPL 2022: প্রবল প্রত্যাবর্তনে হিসেব বদলে দিল সানরাইজার্স, নায়ক উমরান মালিক