
জীবনের প্রিয় মানুষটি আপনার জন্মদিনে আদুরে পোস্ট করলে কেমন লাগবে? নিশ্চয়ই সেই অনুভূতি বলে বোঝানোর মতো হবে না। জন্মদিন অনেকের কাছেই খুবই স্পেশাল। এমন দিনে অনেকে নানাভাবে সেলিব্রেট করে। আর জন্মদিনে যদি মনের মানুষটি হৃদয় গলিয়ে দেওয়ার মতো বার্থ ডে উইশ করে, তা হলে তো সোনায় সোহাগা। আজ ১ মে, বলি ডিভা অনুষ্কা শর্মা (Anushka Sharma) ৩৭-এ পা দিলেন। স্ত্রীর জন্মদিনে বিরাট কোহলি (Virat Kohli) প্রত্যেক বছর কিছু না কিছু স্পেশাল বার্তা দেওয়ার চেষ্টা করেন। এ বছরও তার অন্যথা হয়নি। আদুরে পোস্টে অনুষ্কাকে কী লিখেছেন কোহলি?
বিরাটের বাহুডোরে অনুষ্কা — এই ছবিটি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন কোহলি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু, আমার জীবনসঙ্গী, আমার নিরাপদ আশ্রয়, আমার সবকিছু। আমাদের সবার জীবনের পথপ্রদর্শক। আমরা তোমাকে প্রতিদিন আরও বেশি করে ভালোবাসি। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’
কিং কোহলির এই আদুরে পোস্টই বলে দিচ্ছে স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসা ঠিক কতটা। বিরাটের শেয়ার করা ওই পোস্টে লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। প্রতি বছর এই সময়টায় বিরাট ব্যস্ত থাকেন আইপিএলে। এ বারও ঠিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই ব্যস্ত কোহলি।
প্রসঙ্গত, ইতালিতে ২০১৭ সালের ১১ ডিসেম্বর রাজকীয়ভাবে বিয়ে করেন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালে তাঁদের প্রথম কন্যা সন্তান ভামিকার জন্ম। আর বিরুষ্কার ছেলে অকায়ের জন্ম গত বছরের ১৫ ফেব্রুয়ারি। ছেলে-মেয়েকে নিয়ে সুখের সংসার বিরুষ্কার।