AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023: ফের হাতাহাতিতে হরভজন-শ্রীসন্থ, ফিরল আইপিএলের প্রথম মরসুমের সেই স্মৃতি

IPL: ১৫ বছর আগে হরভজন সিং (Harbhajan Singh) আইপিএলের মঞ্চে চড় মেরেছিলেন শ্রীসন্থকে (S Sreesanth)।

IPL 2023: ফের হাতাহাতিতে হরভজন-শ্রীসন্থ, ফিরল আইপিএলের প্রথম মরসুমের সেই স্মৃতি
ফের হাতাহাতিতে হরভজন-শ্রীসন্থ, ফিরল আইপিএলের প্রথম মরসুমের সেই স্মৃতিImage Credit: Twitter
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 7:30 AM
Share

নয়াদিল্লি: দেখতে দেখতে আইপিএল (IPL) পা দিয়েছে ১৬ বছরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের স্মৃতির পাতায় এখনও রয়েছে ২০০৮ সালের এক বিতর্কিত ঘটনা। ১৫ বছর আগে হরভজন সিং (Harbhajan Singh) আইপিএলের মঞ্চে এক ম্যাচের শেষে চড় মেরেছিলেন শ্রীসন্থকে (S Sreesanth)। গোটা বিশ্ব সেই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। সেই ঘটনা নিয়ে পরবর্তীতে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার নিজেদের বক্তব্য তুলে ধরেছিলেন। হরভজন সিং এবং শ্রীসন্থ সেই অধ্যায়কে পুরোপুরি ভুলে যাওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীতে তাঁদের আর কোনও বিতর্কে জড়াতে দেখা যায়নি। সম্প্রতি ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) এক ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে ১৫ বছর পর ফের হাতাহাতিতে হরভজন ও শ্রীসন্থ। যা দেখে নেটিজ়েনরা প্রশ্ন তুলেছে হঠাৎ কী হল, যার ফলে ফের হরভজন সিং ও শ্রীসন্থের মধ্যে ফিরে এল আইপিএলের উদ্বোধনী সংস্করণের সেই চড় মারার মতো পরিস্থিতি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঋষভ যে ভিডিয়োটি শেয়ার করেছেন তার ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না যে ভাজ্জি পা ও শ্রী আবার লড়াই করছে।’ এই ভিডিয়োতে দেখা যাচ্ছে হরভজন ও শ্রীসন্থ লিফ্টের মধ্যে একে অপরকে মারতে উদ্যত হচ্ছেন। আসলে সেই ভিডিয়োটি জ়্যোমাটোর একটি বিজ্ঞাপন। যেখানে হরভজন ও শ্রীসন্থের মধ্যে জ়্যোমাটোর উচ্চারণ নিয়ে তর্কাতর্কি হতে দেখা গিয়েছে।

প্রথমে হরভজন লিফ্টে ঢুকেই শ্রীসন্থকে বলেন, ‘তুমি “Zomaato” র থেকে শিখে নাও কীভাবে সঠিক সময়ে ডেলিভারি দিতে হবে। শ্রীসন্থ তখন বলেন”Zomaato” নয় “Zomaito” সঠিক সময়ে খাবার ডেলিভারি করে।’ আসলে দু’জনই জ়্যোমাটোর উচ্চারণ দু’রকম করেন। সোশ্যাল মিডিয়ায় পন্থ এই ভিডিয়ো শেয়ার করতেই জ়্যোমাটোর থেকেও রিপ্লাই এসেছে। তারা লিখেছে, ‘২০০৮ থেকে ২০২৩ কিছু জিনিসের কখনই পরিবর্তন হয় না।’

নেটিজ়েনরা জ়্যোমাটোর এই বিজ্ঞাপন দেখে বেশ মজা পেয়েছেন। উল্লেখ্য, বর্তমানে হরভজন ও শ্রীসন্থ দু’জনই ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে ১৬তম আইপিএলে কাজ করছেন।