দুবাই: ম্যাচ শেষ হয়ে গিয়েছে রবিবার, কিন্তু ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) যেন শেষই হচ্ছে না! আরও ভালো করে বললে, দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররা রীতিমতো কথার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এতটাই যে, কোথাও কোথাও সীমাও পেরিয়ে যাচ্ছেন তাঁরা। ভারতের হরভজন সিং (Harbhajan Singh) যেমন, পাকিস্তানের মহম্মদ আমির (Mohammad Amir) তেমন। দুই ক্রিকেটার রীতিমতো একে অপরের বিরুদ্ধে টুইটারে বিশোদ্গার চালাচ্ছেন। যা দেখে ক্রিকেট ভক্তরাও হতবাক হয়ে গিয়েছেন।
শুরুটা করেছিলেন পাকিস্তানের আমির। প্রাক্তন বাঁ হাতি পেসার দেশের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন। তিনি আবার ফিরতে পারেন সবুজ জার্সিতে, এমনও বলা হচ্ছিল মাঝে। আমির এখন দেশের বাইরে। সেই তিনিই টুইটারে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক পোস্ট করেছিলেন। যেখানে টেস্ট ম্য়াচে পাকিস্তানের সইদ আফ্রিদি ভারতীয় স্পিনারকে এক ওভারে চারটে ছয় মারছেন। যা দেখে পাকিস্তানের অতি উৎসাহী অনেক ক্রিকেট ভক্ত ভাজ্জিকে কটুক্তি করেন।
ওই টুইটারেই আমির লিখেছিলেন, ‘আপনার বোলিং দেখছিলাম। লালা (আফ্রিদি) আপনাকে পর পর চার বলে চারটে ছয় মেরেছিলেন। ক্রিকেটে এমন চার-ছয় হয়ে যায়। কিন্তু টেস্ট ক্রিকেটে এটা একটু বেশি হয়ে গিয়েছিল!’
এর পরই হরভজন চটে যান। তিনিও আমিরের ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা একটা টেস্ট ম্যাচের ছবি পোস্ট করেন। যে ম্যাচে স্পট ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন আমির। বাঁ হাতি পেসারকে নিয়ে সঙ্গে সঙ্গে ভাজ্জি লেখেন, ‘লর্ডসে নো বল কী করে হয়েছিল? কত নিয়েছিলে, কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কী করে হয়? ধিক্কার তোমাকে আর তোমার সাপোর্টারদের ক্রিকেটের মতো সুন্দর খেলাটাকে নষ্ট করার জন্য।’
Lords mai no ball kaise ho gya tha ?? Kitna liya kisne diya ? Test cricket hai no ball kaise ho sakta hai ? Shame on u and ur other supporters for disgracing this beautiful game https://t.co/nbv6SWMvQl
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021
দু’জনের মধ্যে সেই শুরু। তারপর রীতিমতো লড়াই চলতে থাকে। হরভজন টুইটারে লেখেন, ‘তোমার মতো লোকজন পয়সা ছাড়া আর কিছু বোঝে না। সম্মানের কোনও মূল্য নেই। শুধু অর্থ। তোমার দেশের লোকজন, তোমার সাপোর্টারদের বলবে না, ওই ম্যাচ থেকে কত টাকা পেয়েছিলে? তোমার মতো লোকের সঙ্গে কথা বলতে বমি আসে!’
For people like you @iamamirofficial only Paisa paisa paisa paisa .. na izzat na kuch aur sirf paisa..bataoge nahi apne desh walo ko aur supporters ko k kitna mila tha .. get lost I feel yuk talking to people like you for insulting this game and making people fool with ur acts https://t.co/5aPmXtYKqm pic.twitter.com/PhveqewN6h
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021
আরও পড়ুন: T20 World Cup 2021: আত্মবিশ্বাসটাই পাল্টে দিয়েছে পাকিস্তানকে, বলছেন বাবর
আরও পড়ুন: ICC T20 Batter Rankings : বিরাটকে সরিয়ে চারে উঠলেন পাকিস্তানের রিজওয়ান