টুইটারে আমিরকে স্পট ফিক্সিং মনে করালেন হরভজন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 27, 2021 | 7:46 PM

দুই ক্রিকেটার রীতিমতো একে অপরের বিরুদ্ধে টুইটারে বিশোদ্গার চালাচ্ছেন। যা দেখে ক্রিকেট ভক্তরাও হতবাক হয়ে গিয়েছেন।

টুইটারে আমিরকে স্পট ফিক্সিং মনে করালেন হরভজন
টুইটারে আমিরকে স্পট ফিক্সিং মনে করালেন হরভজন

Follow Us

দুবাই: ম্যাচ শেষ হয়ে গিয়েছে রবিবার, কিন্তু ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) যেন শেষই হচ্ছে না! আরও ভালো করে বললে, দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররা রীতিমতো কথার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এতটাই যে, কোথাও কোথাও সীমাও পেরিয়ে যাচ্ছেন তাঁরা। ভারতের হরভজন সিং (Harbhajan Singh) যেমন, পাকিস্তানের মহম্মদ আমির (Mohammad Amir) তেমন। দুই ক্রিকেটার রীতিমতো একে অপরের বিরুদ্ধে টুইটারে বিশোদ্গার চালাচ্ছেন। যা দেখে ক্রিকেট ভক্তরাও হতবাক হয়ে গিয়েছেন।

শুরুটা করেছিলেন পাকিস্তানের আমির। প্রাক্তন বাঁ হাতি পেসার দেশের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন। তিনি আবার ফিরতে পারেন সবুজ জার্সিতে, এমনও বলা হচ্ছিল মাঝে। আমির এখন দেশের বাইরে। সেই তিনিই টুইটারে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক পোস্ট করেছিলেন। যেখানে টেস্ট ম্য়াচে পাকিস্তানের সইদ আফ্রিদি ভারতীয় স্পিনারকে এক ওভারে চারটে ছয় মারছেন। যা দেখে পাকিস্তানের অতি উৎসাহী অনেক ক্রিকেট ভক্ত ভাজ্জিকে কটুক্তি করেন।

ওই টুইটারেই আমির লিখেছিলেন, ‘আপনার বোলিং দেখছিলাম। লালা (আফ্রিদি) আপনাকে পর পর চার বলে চারটে ছয় মেরেছিলেন। ক্রিকেটে এমন চার-ছয় হয়ে যায়। কিন্তু টেস্ট ক্রিকেটে এটা একটু বেশি হয়ে গিয়েছিল!’

এর পরই হরভজন চটে যান। তিনিও আমিরের ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা একটা টেস্ট ম্যাচের ছবি পোস্ট করেন। যে ম্যাচে স্পট ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন আমির। বাঁ হাতি পেসারকে নিয়ে সঙ্গে সঙ্গে ভাজ্জি লেখেন, ‘লর্ডসে নো বল কী করে হয়েছিল? কত নিয়েছিলে, কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কী করে হয়? ধিক্কার তোমাকে আর তোমার সাপোর্টারদের ক্রিকেটের মতো সুন্দর খেলাটাকে নষ্ট করার জন্য।’

দু’জনের মধ্যে সেই শুরু। তারপর রীতিমতো লড়াই চলতে থাকে। হরভজন টুইটারে লেখেন, ‘তোমার মতো লোকজন পয়সা ছাড়া আর কিছু বোঝে না। সম্মানের কোনও মূল্য নেই। শুধু অর্থ। তোমার দেশের লোকজন, তোমার সাপোর্টারদের বলবে না, ওই ম্যাচ থেকে কত টাকা পেয়েছিলে? তোমার মতো লোকের সঙ্গে কথা বলতে বমি আসে!’

আরও পড়ুন: Scotland vs Namibia Live Score, T20 World Cup 2021: প্রথম ওভারে স্কট ওপেনার মুনসির পর ম্যাকলয়েডকে কে ফেরালেন রুবেন

আরও পড়ুন: T20 World Cup 2021: আত্মবিশ্বাসটাই পাল্টে দিয়েছে পাকিস্তানকে, বলছেন বাবর

আরও পড়ুন: ICC T20 Batter Rankings : বিরাটকে সরিয়ে চারে উঠলেন পাকিস্তানের রিজওয়ান

Next Article