Sanjay Bangar on Hardik: ‘ভারতীয় দলে ভারসাম্য ওর জন্যই…’ বলছেন প্রাক্তন ব্যাটিং কোচ
Cricket World Cup 2023: গত দু-তিন বছরে দারুণ উত্থান হার্দিক পান্ডিয়ার। ২০২২ সালের আইপিএলে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি দল যোগ হয়। গুজরাট টাইটান্সের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। প্রথম বারই চ্যাম্পিয়ন। গত আইপিএলে রানার্স। দেশের হয়েও নেতৃত্ব দিয়েছেন হার্দিক। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর নেতৃত্বে একটি মাত্র সিরিজ হার। এশিয়া কাপে ভালো ছন্দে রয়েছেন হার্দিক। বিশেষ করে বলতে হয় বোলিংয়ের কথা।
কলম্বো: এশিয়া কাপ শেষের দিকে। অপেক্ষা বিশ্বকাপের। সেটাই পাখির চোখ ভারতীয় দলের। এশিয়া কাপের ফাইনালে গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হার ভারতীয় শিবিরে সামান্য হলেও অস্বস্তি। একাদশে পাঁচটি পরিবর্তন করা হয়েছিল। বিশ্বকাপের ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত, ম্যাচ হেরে জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু যাঁদের সুযোগ দেওয়া হল, কাজে লাগাতে পারলেন না। আপাতত এশিয়া কাপে অষ্টম ট্রফি জেতায় নজর ভারতের। মূল লক্ষ্য অবশ্যই ঘরের মাঠে বিশ্বকাপ। এর আগে ২০১১ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ওয়ান ডে ফরম্যাটে দ্বিতীয় বার বিশ্বজয়। ২০১১-র পুনরাবৃত্তিতে নজর টিম ইন্ডিয়ার। আর এই লক্ষ্যে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ওর জন্যই টিমে ভারসাম্য, এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত দু-তিন বছরে দারুণ উত্থান হার্দিকের। ২০২২ সালের আইপিএলে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি দল যোগ হয়। গুজরাট টাইটান্সের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। প্রথম বারই চ্যাম্পিয়ন। গত আইপিএলে রানার্স। দেশের হয়েও নেতৃত্ব দিয়েছেন হার্দিক। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর নেতৃত্বে একটি মাত্র সিরিজ হার। এশিয়া কাপে ভালো ছন্দে রয়েছেন হার্দিক। বিশেষ করে বলতে হয় বোলিংয়ের কথা। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার বাবর আজমকে অনবদ্য ডেলিভারিতে বোল্ড করেন হার্দিক।
বিশ্বকাপ এবং হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার বলছেন, ‘গত কয়েক বছরে হার্দিক অনেক পরিণত হয়ে উঠেছে। ওর কেরিয়ারে বেশ কিছু ধাক্কা ছিল। বিশেষ করে ফিটনেস নিয়ে। প্রচুর পরিশ্রম করে দারুণ প্রত্যাবর্তন। দায়িত্ব নিতে এবং পালন করতে পছন্দ করে। টি-টোয়েন্টিতে দেশক নেতৃত্ব দিচ্ছে। ওর মতো একজন অলরাউন্ডার দলে ভারসাম্য রাখে।’
এশিয়া কাপে যা কম্বিনেশন দেখা গিয়েছে, বিশ্বকাপে তৃতীয় পেসারের ভূমিকাও নিঃসন্দেহে হার্দিক পান্ডিয়াকেই পালন করতে হবে। বিশ্বকাপ প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ আরও বলছেন, ‘বিশ্বকাপে আমাদের বোলিং লাইন আপ অন্যতম সেরা। বুমরা-সিরাজের মতো বোলার। সঙ্গে অভিজ্ঞ সামি। কুলদীপের বোলিংয়ে বৈচিত্র। জাডেজার মতো অলরাউন্ডার। যেটা বলছিলাম, হার্দিক থাকায় এই ভারসাম্য রাখা সম্ভব হচ্ছে। আমার মনে হয়, একটা কমপ্লিট বোলিং লাইন আপ নিয়েই বিশ্বকাপে নামছে ভারত।’
ব্যাটিংয়েও হার্দিকের মধ্যে একজন ফিনিশার খুঁজছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ম্যাচটি ভারত হেরে যায়। হার্দিক থাকলে, পরিস্থিতি অন্য হত, এমনটাই মনে করছেন অনেকে।