Hardik on Jasprit Bumrah: বুমরা কবে ফিরছেন? আপডেট দিলেন হার্দিক পান্ডিয়া

Indian Premier League: অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে সিডনি টেস্ট চলাকালীন চোট পেয়েছিলেন বুমরা। সেই ম্যাচের মাঝেই মাঠ ছেড়েছিলেন। চোট গুরুতর ছিল। যে কারণে তাঁকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে হয়েছিল ভারতকে।

Hardik on Jasprit Bumrah: বুমরা কবে ফিরছেন? আপডেট দিলেন হার্দিক পান্ডিয়া
Image Credit source: BCCI

Apr 04, 2025 | 9:25 PM

জসপ্রীত বুমরা কবে ফিরবেন? এই প্রশ্ন শুধু মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদেরই নয়, ভারতীয় ক্রিকেট প্রেমীদেরও। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পেয়েছিলেন। সেই থেকে মাঠের বাইরে। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, জসপ্রীত বুমরা ফিট হয়ে উঠছেন। নেটে বোলিংও শুরু করেছিলেন। যদিও রিহ্যাব পর্বে ফের অস্বস্তি হয় তাঁর। এরপর থেকে অপেক্ষা বেড়ে চলেছে। লখনউ ম্যাচে বুমরাকে নিয়ে আপডেট দিলেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে সিডনি টেস্ট চলাকালীন চোট পেয়েছিলেন বুমরা। সেই ম্যাচের মাঝেই মাঠ ছেড়েছিলেন। চোট গুরুতর ছিল। যে কারণে তাঁকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে হয়েছিল ভারতকে। তাঁকে ছাড়াই অবশ্য চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। আইপিএল শেষে ভারতের ইংল্যান্ড সফর রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হবে এই সফর থেকে।

লখনউয়ের মাঠে টসের সময় হার্দিক পান্ডিয়াকে জিজ্ঞেস করা হয় বুমরা প্রসঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার গলায় আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠল। এই প্রসঙ্গে হার্দিক বলেছেন,’জসপ্রীত বুমরার শীঘ্রই ফিরে আসবেন।’ এই দ্রুত মানে যে পরের ম্যাচেই নয় তা পরিষ্কার। সূত্রের খবর, আরও কিছুদিন সময় লাগবে বুমরার ম্যাচ ফিট হতে। তাঁকে নিয়ে যে অযথা তাড়াহুড়ো করা হবে না, বলাই যায়।