
কলকাতা: আইপিএলে এ বছরটা একেবারেই ভালো যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের। পাঁচ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অধিনায়ক করে মুম্বই। আইপিএলের শুরুতে যা নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকি আইপিএলের শেষ বেলাতেও চর্চায় হার্দিকের ক্যাপ্টেন্সি। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে সবার শেষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সামনের বছর আইপিএলের আগে অনেক চিন্তা ভাবনাই করতে হবে মুম্বই ম্যানেজমেন্টকে। রোহিত নিয়ে এমনিতেই জল্পনা চলছে বিস্তর। বেশ কিছু সংবাদমাধ্যম এখনও দাবি করছে, সামনের বছর মুম্বই ছাড়তে পারেন হিটম্যান। হার্দিকের ক্যাপ্টেন্সি গুজরাতে ক্লিক করলেও, মুম্বইয়ে একেবারে ফ্লপ। ব্যর্থতাতেও অবশ্য দলের পাশে থাকলেন হার্দিক।
স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে হার্দিক বলেন, ‘আমার অধিনায়কত্ব একেবারেই সাধারণ এবং সহজ। আরও দশজন সতীর্থর সঙ্গে হার্দিক পান্ডিয়া খেলছে। আমার মন্ত্র একেবারে সহজ। প্লেয়ারদের দেখা মাত্রই তাদের মধ্যে আত্মবিশ্বাস জোগাই। বিশ্বাস জোগাই। তাদের মধ্যে ভালোবাসা সঞ্চার করি। মাঠে তারা ১০০ শতাংশেরও বেশি উজাড় করে দেয়। এটাই আমি সতীর্থদের করতে বলি।’
এমনকি হার্দিক এও বলেন, ‘রেজাল্ট নির্ভর মানুষ আমি নই। তবে মনোভাব ঠিকঠাক থাকা চাই। আমি ক্রিকেটারদের মধ্যে ঠিকঠাক মনোভাব দেখতে চাই। মাঠে তাদের শরীরী ভাষা অনেক কিছু পাল্টে দেয়। সেটাই একটা দলের জন্য যথেষ্ট। কেউ যদি মানসিক ভাবে ভেঙেও পড়ে, দলের মনোভাব সেই ক্রিকেটারকে চাঙ্গা করে দেয়।’
এ বছরের মতো সামনের বছর আর ব্যর্থতা দেখতে চান না হার্দিক পান্ডিয়া। তিনি চান না একই ঘটনার পুনরাবৃত্তি হোক। ১৩ ম্যাচে মাত্র ৪টিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের হার ৩০ শতাংশ। এমনকি হার্দিক নিজেও ব্যাট-বল হাতে ব্যর্থ। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ২০০ রান করেছেন হার্দিক। বল হাতে নিয়েছেন ১১ উইকেট।