IND vs WI: হার্দিকের সামনে বুমরাকে ছাপিয়ে যাওয়ার বিরাট সুযোগ
Hardik Pandya: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারত ৪ রানে হেরেছিল। আজ, রবিবার ৬ অগস্ট টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে নতুন মাইলস্টোন গড়ার সামনে হার্দিক পান্ডিয়া।

নয়াদিল্লি: অধিনায়ক হিসেবে গত বছর জাতীয় দলে ডেবিউ হয়েছিল তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। ১৫তম আইপিএলে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন বানানোর পর, ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল হার্দিকের উপর। আয়ার্ল্যান্ড সফরে তাঁকে অধিনায়ক হিসেবে পাঠিয়েছিল বিসিসিআই। সে বার নেতা হিসেবে সফল হয়েছিলেন হার্দিক। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন হার্দিক। রোহিত শর্মা থাকলেও ৩ ম্যাচের ওডিআই সিরিজের শেষ ২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। ওই ২ ম্যাচে খেলেননি রোহিত। আর ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের টি-২০ সিরিজে হার্দিকের নেতৃত্বেই খেলছে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারত ৪ রানে হেরেছিল। আজ, রবিবার ৬ অগস্ট টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে নতুন মাইলস্টোন গড়ার সামনে হার্দিক পান্ডিয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
গায়ানায় কোন রেকর্ড গড়তে চলেছেন হার্দিক পান্ডিয়া?
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট প্রাপ্তির দিক থেকে জসপ্রীত বুমরাকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে হার্দিক পান্ডিয়ার সামনে। এখনও অবধি দেশের হয়ে ৬০টি টি-টোয়েন্টি ম্যাচে ৭০টি উইকেট নিয়েছেন বুমরা। অন্যদিকে এখনও অবধি ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৭০টি উইকেট উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১টি উইকেট নিতে পারলেই হার্দিক টপকে যাবেন বুমরাকে।
ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনি ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৩টি উইকেট নিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার (৮৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৯০টি উইকেট)। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সিনিয়র তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন (৬৫টি টি-২০ ম্যাচে ৭২টি উইকেট)। আপাতত এই তালিকার চতুর্থ স্থানে বুমরা এবং পঞ্চম স্থানে হার্দিক।
বুমরার জাতীয় দলে কামব্যাক হবে চলতি অগস্টে আয়ার্ল্যান্ড সফরে। এই সফরে তাঁকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে বিসিসিআই। বুমরা এই প্রথম বার জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেবেন না। ২০২২ সালে এজবাস্টন টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরা।
