AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: ‘২০১১ বিশ্বকাপের যুবরাজ সিং হয়ে উঠবেন হার্দিক’ মহম্মদ কাইফ

Hardik Pandya:শিয়া কাপে নিজেদের প্রমাণ করেছে রোহিত শর্মার দল। সেখানে ভালো পারফর্ম করেছেন হার্দিক। এই প্রসঙ্গ টেনেই মহম্মদ কাইফ সম্প্রতি এক সাক্ষাাৎকারে জানান, যুবরাজের মতো একাই দলকে টেনে নিয়ে যাবেন তিনি।

ICC ODI World Cup 2023: '২০১১ বিশ্বকাপের যুবরাজ সিং হয়ে উঠবেন হার্দিক' মহম্মদ কাইফ
মহম্মদ কাইফ ও হার্দিক পান্ডিয়া
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 8:00 AM
Share

চেন্নাই: ২০১১ সালের বিশ্বকাপে যুবরাজ সিং-এর সেই দুর্দান্ত চমক  ভোলেনি ক্রিকেট বিশ্ব। একাই দলকে টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। গোটা বিশ্বকাপে একাই ১৫ টি উইকেট নিয়েছিলেন। রান করেছিলেন ৩৬২। চার বার ম্যান অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নিয়েছিলেন। আর এবারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) যুবরাজের জায়গায় হার্দিক পান্ডিয়াকেই এগিয়ে রাখছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মার ভারত। কাইফের কথা সত্যি হয় কি না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। তবে প্রথম পরীক্ষায় কাইফের মান রাখতে পারেন না কি পান্ডিয়া তাই এখন দেখার। কিন্তু তার আগেই হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার। আর কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রাত পোহালেই স্টিভ স্মিথদের মুখোমুখি হবে ভারত। এই মুহূর্তে ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে নিজেদের প্রমাণ করেছে রোহিত শর্মার দল। সেখানে ভালো পারফর্ম করেছেন হার্দিক। এই প্রসঙ্গ টেনেই মহম্মদ কাইফ সম্প্রতি এক সাক্ষাাৎকারে জানান, যুবরাজের মতো একাই দলকে টেনে নিয়ে যাবেন তিনি। কাইফের কথায়, “ওর নেট অনুশীলন আমি দেখেছি। তাই ভালোই জানি ও অনেক দূর যাবে। মাঠে নামার আগে ও সবটা ভেবে নেয়। ঠিক জানে ওকে কোথায় কী করতে হবে।” শুধু তাই-ই নয়, তিনি আরও যোগ করেন, “আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি ও মাঠে নামেই চার, ছয় মারার লক্ষ্য নিয়ে। আর সেই লক্ষ্য়েই অবিচল থাকে। আমি নিশ্চিত এই বিশ্বকাপে, দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হার্দিক”

এশিয়া কাপেও ভালোই পারফর্ম করেছিলেন হার্দিক। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৯০ বলে ৮৯ রান করেন। ফাইনালে শ্রীলঙ্কার ৩ টি উইকেট তুলে নেন। আইপিএলেও নিজের ছাপ রেখেছেন তিনি। এই প্রসঙ্গ টেনেই কাইফের সংযোজন, “সাম্প্রতিককালে হার্দিককে আমরা ৩,৪ নম্বরে খেলতে দেখেছি। ভারতের হয়ে ৬ নম্বরে খেলে ও। ওর মধ্যে যুবরাজের মতো খেলার ক্ষমতা রয়েছে। আর মজার বিষয়, ২০১১ সালে ভারতের হয়ে ৬ নম্বরেই খেলেছিল যুবরাজ।” প্রসঙ্গত, ওডিআাই ব়্য়াঙ্কিং-এর নিরিখে ৭ নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। কাইফের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না তাই এখব দেখার।