Hardik Pandya: ক্যাপ্টেন্সিতে কোপ, এ বার অগ্নিপরীক্ষা! চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে হার্দিক পান্ডিয়ার?

ভারতীয় টিমে এখন বিরাট প্রতিযোগিতার সময়। সেখানে হার্দিক পান্ডিয়া যদি বোর্ডের প্রত্যাশা মতো সব মানদণ্ড পূরণ না করতে পারেন, তা হলে হয়তো ওডিআই ফর্ম্যাটে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হবে।

Hardik Pandya: ক্যাপ্টেন্সিতে কোপ, এ বার অগ্নিপরীক্ষা! চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে হার্দিক পান্ডিয়ার?
Hardik Pandya: ক্যাপ্টেন্সিতে কোপ, এ বার অগ্নিপরীক্ষা! চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে হার্দিক পান্ডিয়ার?Image Credit source: Hardik Pandya X
Follow Us:
| Updated on: Jul 21, 2024 | 11:19 AM

কলকাতা: সামনেই টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফর। এই সফরে ৩টি টি-২০-র পাশাপাশি ৩টি ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আগামী বছর রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ভারতীয় টিম মাত্র ৬টি ওডিআই ম্যাচ খেলবে। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম বাছাইয়ের সময় কম। এরই মাঝে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ওডিআইতে বোলিং করার জন্য কতটা ফিট, সেদিকে বিশেষ নজর থাকবে।

আসলে ব্যক্তিগত কারণে আসন্ন শ্রীলঙ্কা সফরের ওডিআই সিরিজ থেকে ছুটি চেয়েছেন হার্দিক। ফলে হার্দিক ৫০ ওভারের ফর্ম্যাটে বল করতে কতটা স্বাচ্ছন্দ্য তা বোঝার জন্য অন্য পন্থা নিতে চলেছে ভারতীয় বোর্ড। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এর মাঝে হার্দিককে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। এবং সেখানে তাঁর পারফরম্যান্স মনিটর করবে বোর্ড।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের পর সেই নতুন বছরের জানুয়ারীতে রয়েছে ভারতের আরও ৩টি ওডিআই ম্যাচ। আর তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফি। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কেমন হবে ভারতীয় টিম, সে কথা এখন থেকেই ভাবা শুরু করেছে বোর্ড। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘চোট সারিয়ে ফিরে আসার পর হার্দিক পান্ডিয়া টি-২০ ক্রিকেটে ৪ ওভার করে বল করেছেন। তাতে দারুণ পারফর্মও করেছেন। তবে হার্দিক বড় ফর্ম্যাটে কেমন খেলছেন, তা এখনও পরখ করে দেখা হয়নি। তাই তাঁর দিকে বিশেষ নজর রাখতে হচ্ছে। এ বছরের শেষের দিকে রয়েছে বিজয় হাজারে ট্রফি। সেখানে হার্দিক কেমন খেলেন, সে দিকে নজর থাকবে নির্বাচন কমিটির সদস্যদের।’

ভারতীয় টিমে এখন বিরাট প্রতিযোগিতার সময়। সেখানে হার্দিক যদি সব মানদণ্ড পূরণ না করতে পারেন, তা হলে হয়তো ওডিআইতে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হবে। বোর্ডের ওই কর্তা বলেন, ‘হার্দিকের ব্যাটিং আগের আর মতো নেই। ও টি-২০ বিশ্বকাপে ভালো খেলেছে। কিন্তু ওর পারফরম্যান্সের সেরাটা তখনই প্রমাণ হয় যদি ও ভালো বল করে, নিজের ওভারের কোটা শেষ করে। গত ওডিআই বিশ্বকাপে শেষবার একদিনের ম্যাচ খেলেছে। তারপর প্রায় এক বছর আর ওডিআই খেলেনি, তাই ওর ফিটনেস ভাবাচ্ছে। নির্বাচকরা ওর দিকে বিশেষ নজরও রাখবে।’