Hardik Pandya: চারিদিকে ডিভোর্সের গুঞ্জন, নাতাশার সঙ্গে সব মিটমাট? প্রথম বার হার্দিক বললেন…
ঠিক এক মাস আগে বরোদার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছিলেন একেবারেই অন্য ফর্মে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তিনি যেন ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন। আর এখন ভারতের নীল জার্সি গায়ে চাপাতেই বদলে গিয়েছেন দেশের অলরাউন্ডার হার্দিক।
ঠিক কী বললেন এ বার ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া? আসলে আইসিসির ইউটিউবে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে রিকি পন্টিংয়ের কাটানো একটা দিনের মুহূর্ত ভিডিয়ো আকারে তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন রিকি পন্টিং। সেই সময় হার্দিক অজি তারকাকে বলেন, ‘রিকি! সব কিছু ঠিক আছে? পরিবারের সকলে কেমন আছে?’ হার্দিকের প্রশ্নের উত্তরে পন্টিং বলেন, ‘ওরা ভালো আছে। সব ঠিক আছে। তোমার খবর কী?’ উত্তরে হার্দিক বলেন, ‘সব ঠিক আছে।’
পন্টিংকে যেহেতু হার্দিক তাঁর পরিবার নিয়ে প্রশ্ন করেছিলেন, ভারতীয় অলরাউন্ডারকে তারই পাল্টা প্রশ্ন করেন অজি তারকা। তাতে হার্দিক সব ঠিক আছে বলাতে নেটিজ়েনরা ধরে নিয়েছেন, হার্দিক-নাতাশার সম্পর্কে চিড় ধরেনি। এরই মাঝে নাতাশার ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায়, তিনি কখনও শরীরচর্চার ভিডিয়ো শেয়ার করছেন। কখনও আবার ছেলে অগস্ত্যর সঙ্গে সময় কাটানোর ভিডিয়ো তুলে ধরছেন। যা দেখে বোঝা যাচ্ছে, বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন হার্দিক পত্নী।