IPL 2025, Hardik Pandya ভিডিয়ো: ক্রিকেটে মজে হার্দিক পান্ডিয়া-পুত্র অগস্ত্য, স্পোর্টসম্যান স্পিরিটে মন জয়

Mumbai Indians IPL 2025: আইপিএলের ইতিহাসে দুই সফলতম দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে ২৩ মার্চ। যদিও এই ম্যাচে খেলতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে নতুন মরসুমের জন্য টিমের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিলেন। ক্রিকেটে মজে হার্দিক-পুত্র অগস্ত্যও।

IPL 2025, Hardik Pandya ভিডিয়ো: ক্রিকেটে মজে হার্দিক পান্ডিয়া-পুত্র অগস্ত্য, স্পোর্টসম্যান স্পিরিটে মন জয়
Image Credit source: Hardik Pandya Facebook

Mar 15, 2025 | 6:18 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে ২২ মার্চ। প্রতিটি দলই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্লেয়ারদের অনেকেই নিজেদের ফ্র্যাঞ্চাইজি টিমে যোগ দিয়েছেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। ১৮তম সংস্করণের প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় দিন ডাবল হেডার। আইপিএলের ইতিহাসে দুই সফলতম দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে ২৩ মার্চ। যদিও এই ম্যাচে খেলতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে নতুন মরসুমের জন্য টিমের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিলেন। ক্রিকেটে মজে হার্দিক-পুত্র অগস্ত্যও।

বাবা ক্রিকেটার। ছেলেও কি ক্রিকেটার হবেন? এ অনেক পরের প্রশ্ন। ছোট্ট অগস্ত্যর মধ্যে এখন অবশ্য ক্রিকেট প্রেম রয়েছে। শুধু তাই নয়, তার স্পোর্টসম্যান স্পিরিট মন জিতে নিল তিলক ভার্মারও। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বোলিং করছেন তিলক। বাঁ হাতি ব্যাটার অগস্ত্য। হার্দিক ডান হাতি হলেও জেঠু ক্রুনাল পান্ডিয়ার মতো বাঁ হাতি অগস্ত্য। এর মধ্যেই একটি ডেলিভারি হাওয়ায় মারে অগস্ত্য।

তিলক বলেন, এটা তো ছয়। যদিও অগস্ত্য পাল্টা বলে এটি ক্যাচ হতে পারে। আউট হওয়ায় তিলককে ব্যাট এগিয়ে দেয় অগস্ত্য। তিলক তাকে বলে, তুমি ব্যাটিং চালিয়ে যাও। যদিও অগস্ত্যর জবাব মন জিতে নেয়। অগস্ত্যর পরিষ্কার কথা, আউট মানে আউট। তিলককেই ব্যাট এগিয়ে বোলিং করতে চলে যায় অগস্ত্য। ছোট্ট অগস্ত্যর এই স্পোর্টসম্যান স্পিরিট মন জিতে নিয়েছে তিলকের।