Harmanpreet Kaur: আম্পায়ারদের তুলোধনা, নির্বাসিত হতে পারেন হরমনপ্রীত!
India vs Bangladesh, Women's Cricket: বিশ্ব ক্রিকেটে যাঁরা আদর্শ, আচরণের দিক থেকে তাঁদের যে আরও সংযত হতে হয়, নতুন করে বলার নেই। উইকেট দিয়ে ব্যাট ভাঙার পাশাপাশি, মাঠ ছাড়ার সময় আম্পায়ারদের ওপরও ক্ষোভ দেখান।

ভারত-বাংলাদেশ ম্যাচ হোক বা সিরিজ। বিতর্ক সঙ্গী হয়েই থাকে। তবে এ বার ভারতীয় মহিলা দলের বাংলাদেশ সফর নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। সফরের আগে ভারতের দল নির্বাচন অনেককেই অবাক করেছিল। হঠাৎই বাদ দেওয়া হয়েছিল রিচা ঘোষ, শিখা পান্ডেদের। বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। ওয়ান ডে সিরিজ শুরু হয় হার দিয়ে। দ্বিতীয় ম্যাচটি জিতে সমতা ফেরায়। সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের সামনে থেকেও টাই হয়। ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ব্যাট দিয়ে উইকেট ভাঙেন হরমনপ্রীত। শুধু তাই নয়, ম্যাচের পরও নানা বিতর্ক। হরমনের আচরণ স্ক্যানারে। নির্বাসিত হতে পারেন ভারতীয় দলের ক্যাপ্টেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মেয়েদের ক্রিকেটে আইকন হরমনপ্রীত। ২০১৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১৭১ রানের বিধ্বংসী ইনিংস এখনও নতুন প্রজন্মের আলোচনার বিষয়। বিশ্ব ক্রিকেটে যাঁরা আদর্শ, আচরণের দিক থেকে তাঁদের যে আরও সংযত হতে হয়, নতুন করে বলার নেই। উইকেট দিয়ে ব্যাট ভাঙার পাশাপাশি, মাঠ ছাড়ার সময় আম্পায়ারদের ওপরও ক্ষোভ দেখান। এমনকি ম্যাচের পরও তাঁর রাগ কমেনি। পুরস্কার বিতরণে তুলোধনা করেন আম্পায়ারদের। দু-দলের ফটোসেশনের সময় বলতে থাকেন, আম্পায়ারদের ডাকার কথা। তাঁকে নির্বাসিত করা হতে পারে বলেও খবর।
সামনেই এশিয়ান গেমস। মেয়েদের ক্রিকেটেও অংশ নেবে ভারত। হরমনপ্রীত কৌরের নেতৃত্বেই দল বেছে নেওয়া হয়েছে। প্রথম দু-ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘ক্রীড়া সরঞ্জাম নষ্ট এবং ম্যাচ অফিসিয়ালদের সমালোচনা। অন্তত তিন ডিমেরিট পয়েন্ট হতে পারে। সেক্ষেত্রে হয়তো আর্থিক জরিমানা হবে। এর চেয়ে বেশি অর্থাৎ ৪ ডেমেরিট পয়েন্ট হলে এশিয়ান গেমসে প্রথম দু-ম্যাচে পাওয়া যাবে না।’ ম্যাচের পরই অফিসিয়ালরা আইসিসিকে রিপোর্ট জমা দিয়েছে। যা পরিস্থিতি, কড়া শাস্তিরই সম্ভাবনা।
