Harshit Rana: ‘অনন্যা হট…’, রিয়ান পরাগকে দ্রুতই ফোন হর্ষিত রানার!

Harshit Rana-Riyan Parag: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসে খেলেন রিয়ান পরাগ। একটা সময় রাজস্থান একাদশ সম্পর্কে বলা হত, পাঁচ বোলার, পাঁচ ব্যাটার এবং রিয়ান পরাগ। গত সংস্করণে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন রিয়ান পরাগ। যাবতীয় সমালোচনা বন্ধ হয়। এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল, বিশ্বকাপের স্কোয়াডেও দেখা যেতে পারত রিয়ানকে।

Harshit Rana: 'অনন্যা হট...', রিয়ান পরাগকে দ্রুতই ফোন হর্ষিত রানার!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 05, 2024 | 1:36 AM

জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে প্রথম বার ডাক পেয়েছিলেন রিয়ান পরাগ। তেমনই প্রথম দু-ম্যাচের জন্য সুযোগ পেয়েছিলেন হর্ষিত রানাও। শ্রীলঙ্কা সফরে দুই ফরম্যাটেই স্কোয়াডে রয়েছেন রিয়ান পরাগ। টি-টোয়েন্টি সিরিজে খেলেছেনেও। ইমপ্যাক্ট ফেলেছেন। হর্ষিত রানা শুধুমাত্র ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন। অবশ্য অভিষেক হয়নি এখনও। দু-জনেই ওয়ান ডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ক্লিনসুইপ করেছে ভারত। তবে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার স্পিনের ফাঁদে ভারত। গম্ভীর জমানায় প্রথম হার। শেষ ম্যাচে হয়তো দুই তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে। ক্রিকেটের বাইরেও রিয়ান পরাগ এবং হর্ষিত খুব ভালো বন্ধুও।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসে খেলেন রিয়ান পরাগ। একটা সময় রাজস্থান একাদশ সম্পর্কে বলা হত, পাঁচ বোলার, পাঁচ ব্যাটার এবং রিয়ান পরাগ। গত সংস্করণে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন রিয়ান পরাগ। যাবতীয় সমালোচনা বন্ধ হয়। এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল, বিশ্বকাপের স্কোয়াডেও দেখা যেতে পারত রিয়ানকে। অবশেষে জিম্বাবোয়ে সফর থেকে সিনিয়র ইন্ডিয়া টিমে সুযোগ। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হর্ষিত রানাও। তবে পারফরম্যান্সের পাশাপাশি দু-জনেই শিরোনামে এসেছিলেন অন্য কারণেও। মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে ফ্লাইং কিস দিয়েছিলেন হর্ষিত। যা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। রিয়ানের অবশ্য অন্য ঘটনা।

আইপিএলের পর সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল রিয়ান পরাগের ইউটিউব সার্চ হিস্ট্রিতে রয়েছে-অনন্যা পান্ডে হট…। স্যান্ডো গেঞ্জি পরে লাইভে এসেছিলেন রিয়ান। সঙ্গে ভাইরাল সেই সার্চ হিস্ট্রি। স্বাভাবিক ভাবেই ট্রোলিং শুরু হয় রিয়ানকে নিয়ে। সম্প্রতি শুভঙ্কর মিশ্রর শো-তে এসেছিলেন কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানা। নানা প্রশ্নের পাশাপাশি রিয়ানের এই প্রসঙ্গও উঠে আসে। ঠিক কী বলবেন প্রথমে ভেবে পাচ্ছিলেন না। হর্ষিত জানান, এই ঘটনার পরই রিয়ানকে ফোন করেছিলেন তিনি। স্রেফ মজা করেই জিজ্ঞেস করেছিলেন, রিয়ান ‘ঠিক’ আছে কিনা।

রিয়ানের সঙ্গে ফোনে ঠিক কী কথা হয়েছে দু-জনের, খোলসা করেননি হর্ষিত। তাঁদের এই বয়সে ‘বিষয়টা’ যে স্বাভাবিক তা মনে করেন হর্ষিতও। শুভঙ্কর মিশ্রও মজা করে হর্ষিতকে বলেন, দেখা হলে রিয়ানকে যেন ইনকগনিটো মোড-এর বিষয়টা শিখিয়ে দেয়। হর্ষিতও মজার ছলেই বলেন, পাশাপাশি অনুরোধ করবেন, যাতে স্যান্ডো গেঞ্জি পরেই আর লাইভে না আসে রিয়ান।