ভারত-ইংল্য়ান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ চলছে। নাগপুরে প্রথম ওয়ান ডে জিতেছে ভারত। সেই ম্যাচেই ওয়ান ডে অভিষেক হয়েছিল ভারতের তরুণ পেসার হর্ষিত রানার। প্রথম ম্যাচের নিরিখে ভালোই পারফর্ম করেছিলেন। যেমন ভালো কীর্তি গড়েছেন, তেমনই ভারতের প্রথম বোলার হিসেবে অভিষেক ম্যাচে ওভারে সবচেয়ে বেশি রান (২৬) দেওয়ার হতাশার রেকর্ডও। নাগপুরে ডেবিউ ম্যাচে শেষ অবধি তিন উইকেট নিয়েছিলেন হর্ষিত। কটকে দ্বিতীয় ওয়ান ডে-তেও একাদশে জায়গা ধরে রেখেছেন তরুণ এই পেসার। তবে মাঠে তাঁর আচরণ মন জয় করে নিল ক্রিকেট প্রেমীদের।
কটকে ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় ওয়ান ডে। সে সময় ডাগ আউটে বসে হর্ষিত রানা। আর তখনই দেখেন স্ট্যান্ড থেকে কয়েকজন খুদে ক্রিকেট প্রেমী তাঁকে ডাকছেন। যদিও গ্যালারির চিৎকারে ঠিক ঠাক ভাবে শোনা যাচ্ছিল না, খুদেরা ঠিক কী বলছিলেন। তবে জার্সি বা বল, এমন কিছু আবদার করছিলেন হয়তো। আর সে সময়ই সারপ্রাইজ দিলেন হর্ষিত রানা। তাঁর সামনের টেবিলেই রাখা ছিল এক বাক্স আপেল। হাসি মুখে সেখান থেকে আপেলই ছুড়ে দেন হর্ষিত।
সেই খুদেদের মধ্য়ে একজন বিরাটের নাম লেখা জার্সি, আর একজন রোহিতের জার্সি পরেছিলেন। ক্যাচিংয়ে কিন্তু দুর্দান্ত। হর্ষিত রানার ছোড়া আপেল নিখুঁত ক্যাচ নেন দু-জন। প্রায় তিন-চারটি আপেল ছোড়েন ভারতের এই উঠতি পেসার। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলে হর্ষিতের আচরণে মুগ্ধ। প্রতিপক্ষের উইকেট নিয়ে যতই ফ্লাইং কিস বিতর্কে জড়ান, বড়দের সম্মান এবং ছোটদের প্রতি তাঁর ভালোবাসা সকলের মন জিতে নিয়েছে।
Harshit Rana giving Apples to the Kids during the match against England 👏
– Nice gesture by Harshit. pic.twitter.com/yLtC3iMmXv
— Johns. (@CricCrazyJohns) February 9, 2025