Harshit Rana: অজি সফরে ডাক, রঞ্জি ট্রফিতে ফাইফারে অভিষেকের দাবি জোরাল করলেন হর্ষিত রানা
Ranji Trophy 2024-25: রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৯.৩ ওভার বল করেছেন নাইট পেসার। ৩টি মেডেন সহ ৮০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন হর্ষিত রানা।
কলকাতা: ভারতের টেস্ট টিমে প্রথম বার ডাক পেয়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। তারপরই রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দিল্লির জার্সিতে জ্বলে উঠলেন কেকেআরের পেসার। তরুণ তুর্কি বিগত কয়েক দিনে ভারতীয় ক্রিকেট মহলে আলোড়ন ফেলেছেন। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ার পর তাঁকে নিয়ে আলোচনা আরও বেড়েছে। বোর্ডের এক সূত্র জানিয়েছিলেন, গৌতম গম্ভীরের পছন্দের পাত্র তিনি। তাই বিশেষ নজর থাকছে তাঁর দিকে। এ বার হর্ষিত প্রমাণ করলেন, পারফরম্যান্সেও পিছিয়ে নেই তিনি। অজি সফরে ডাক পাওয়ার তার সেলিব্রেশন যেন তাই রঞ্জিতে ৫ উইকেট নিয়ে করলেন রানা।
অসমের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৯.৩ ওভার বল করেছেন নাইট পেসার। ৩টি মেডেন সহ ৮০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন হর্ষিত রানা। তাঁর ৫ শিকার হলেন- ঋষভ দাস, শুভমন মন্ডল, অভিষেক ঠাকুরি, সরুপম পুরকায়স্থ ও মৃন্ময় দত্ত। প্রথম ইনিংসে অসম ৩৩০ রানে অল আউট হয়েছে। যার মধ্যে ১৬২ রানের অনবদ্য ইনিংস উপহার দেন অসমের ব্যাটার সুমিত।
এই খবরটিও পড়ুন
হর্ষিত রানা এর আগে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে নিয়েছেন ৩৬টি উইকেট। পাশাপাশি ১৪টি লিস্ট এ ম্যাচ খেলে সেখানে ২২টি উইকেট নিয়েছেন রানা। আইপিএলে কেকেআরের জার্সিতে এ বছর চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। নাইটদের হয়ে তিনি মোট ২১টি ম্যাচ খেলেছেন। তাতে নিয়েছেন ২৫টি উইকেট। যার মধ্যে ১৭তম আইপিএলে তিনি কেকেআরের হয়ে নেন ১৯টি উইকেট। নাইটদের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠেছেন রানা। যে কারণে তিনি ঢুকে পড়েছেন নাইট রাইডার্সের আইপিএল রিটেনশনের ভাবনায়। তার মাঝেই এই অজি সফরে ডাক, তাঁর জন্য বিরাট প্রাপ্তি। একইসঙ্গে রঞ্জিতে ফাইফার নিয়ে হর্ষিত জাতীয় দলের জার্সিতে অভিষেকের দাবি জোরাল করলেন।