‘IPL এর সেরা বোলার’, চাহালের সঙ্গে শ্রেয়সের কী কথা হয়েছিল? জানালেন PBKS ক্যাপ্টেন

IPL, PBKS: পঞ্জাবের অধিনায়ক বরাবর চাহালকে বলেছেন রান খরচের কথা মাথায় না রেখে তিনি যেন উইকেট নেওয়ার চিন্তা করেন। লিগের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন চাহাল।

IPL এর সেরা বোলার, চাহালের সঙ্গে শ্রেয়সের কী কথা হয়েছিল? জানালেন PBKS ক্যাপ্টেন
'IPL এর সেরা বোলার', চাহালের সঙ্গে শ্রেয়সের কী কথা হয়েছিল? জানালেন PBKS ক্যাপ্টেনImage Credit source: BCCI

Apr 19, 2025 | 2:07 PM

কলকাতা: পঞ্জাব কিংসের আইপিএলের (IPL) এই মরসুমটা বেশ ভালোই যাচ্ছে। তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে ভালো খেলছে প্রীতি জিন্টার দল। শ্রেয়স আইয়ার পঞ্জাবকে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে অনেকেই এই টিমকে নক আউটে দেখতে শুরু করেছেন। আরসিবিকে শুক্রবার তাদের ঘরের মাঠে হারিয়েছে পঞ্জাব। এই ম্যাচের পর পঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়সের মুখে দলের অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহালের প্রশংসা শোনা গিয়েছে। যুজিকে আইপিএলের সবচেয়ে সেরা বোলার বলেছেন শ্রেয়স।

পঞ্জাবের অধিনায়ক বরাবর চাহালকে বলেছেন রান খরচের কথা মাথায় না রেখে তিনি যেন উইকেট নেওয়ার চিন্তা করেন। লিগের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন চাহাল। শুক্রবারের ম্যাচে আরসিবি অধিনায়ক রজত পতিদার ও জীতেশ শর্মার উইকেট নিয়েছেন তিনি। আরসিবি চাহালের পুরনো দল। সেই দলের বিরুদ্ধে চাহালকে মেজাজে দেখা গিয়েছিল।

আরসিবির বিরুদ্ধে জেতার পর শ্রেয়স বলেছেন, “ব্যক্তিগতভাবে আমি চাহালের সঙ্গে কথা বলেছিলাম। আমি তাঁকে বলেছিলাম, ‘যে তুমি একজন ম্যাচ উইনার। যতটা সম্ভব আমাদের উইকেট পেতে হবে। তোমার খেলার ধরনে বদল আনার দরকার নেই। তোমার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে।’ আইপিএলের সেরা বোলারদের একজন ও। সম্ভবত এখনও পর্যন্ত আইপিএলের সেরা বোলার।”

চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৪ ওভার ম্যাচে পঞ্জাব কিংস দারুণ বোলিং করেছে। আরসিবিকে ৯৫ রানের মধ্যে আটকে দেন চাহাল-অর্শদীপরা। সেই রান তাড়া করতে নেমে ১২.১ ওভারেই সেই রান তুলে নেয় পঞ্জাব। পঞ্জাবের নেহাল ওয়াদেরা ১৩ বলে ৩৩ রানের দারুণ ইনিংস খেলেন। যদিও ম্যাচের সেরা হয়েছেন আরসিবির টিম ডেভিড। তিনি ২৬ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।