Rishabh Pant: দামি ক্যাপ্টেনের নামী হওয়ার চ্যালেঞ্জ, ঋষভ পন্থ কি পারবেন?
Lucknow Super Giants: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋষভ পন্থ একই শট হয়তো খেলবেন। বরং বারবার খেলবেন। এ বার তাঁর উপর কেউ ক্ষুব্ধ হবেন না, বলাই যায়। টি-টোয়েন্টি ফরম্যাট এমন বৈচিত্রময় শটেরই তো প্রদর্শনী! দ্রুত রান তোলাটাই প্রধান লক্ষ্য।

স্টুপিড…স্টুপিড…স্টুপিড…। বর্ডার-গাভাসকর ট্রফিতে ধারাভাষ্যে এমনটাই বলেছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। ম্যাচের যা পরিস্থিতি ছিল, তাতে ফ্যান্সি শট খেলে আউট হওয়ায় পন্থের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ, ঠিক তার আগের ডেলিভারিতেই একই শট ট্রাই করেছিলেন। মিস হয় সেটি। সে কারণেই পরের ডেলিভারিতে একই শট খেলা এবং ম্যাচের ওইরকম একটা পরিস্থিতিতে আউট হওয়ায় ক্ষোভটা জায়েজ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋষভ পন্থ একই শট হয়তো খেলবেন। বরং বারবার খেলবেন। এ বার তাঁর উপর কেউ ক্ষুব্ধ হবেন না, বলাই যায়। টি-টোয়েন্টি ফরম্যাট এমন বৈচিত্রময় শটেরই তো প্রদর্শনী! দ্রুত রান তোলাটাই প্রধান লক্ষ্য। কোন শটে এল, টেকনিক ভালো না খারাপ, সেটা নিয়ে সমালোচনার জায়গা নেই। অন্তত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো নয়ই।
ঋষভ পন্থকে ব্যাটিং কিংবা কিপিংয়ে হয়তো জাজ করা হবে না। কিন্তু ক্যাপ্টেন্সিতে? এই প্রশ্নটা কিন্তু থাকছে। তাঁর প্রাইস ট্যাগ আরও বেশি করে ভাবাবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার। সবচেয়ে দামি ক্যাপ্টেনও। আইপিএলে গত কয়েক মরসুম খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। ট্রফি অধরাই। এ মরসুমে তাঁকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। টিম ম্যানেজমেন্ট তখনই ধরে নিয়েছিল, ঋষভ হাতছাড়া হয়ে গেল।
আইপিএলের মেগা অকশনে ঋষভকে ফেরানোর চেষ্টা করেছিল ক্যাপিটালস। তা যথেষ্ট ছিল না। লখনউ সুপার জায়ান্টস যেন ‘ফিক্সড’ ডিপোজিট করে রেখেছিল। দিল্লি আরটিএম ব্যবহার করায়, ২৭ কোটির ফাইনাল দর দেয় লখনউ সুপার জায়ান্টস। এরপর আর ঝুঁকি নেয়নি দিল্লি। লখনউতেই যোগ দেন। নেতৃত্বও তুলে দেওয়া হয় ঋষভ পন্থকেই।
আইপিএলে ২০২২ সালে অভিষেক লখনউ সুপার জায়ান্টসের। গত তিন মরসুমে তারা খেলেছে লোকেশ রাহুলের নেতৃত্বে। প্রথম দু-মরসুমে প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ। গত মরসুমে হতাশার পারফরম্যান্স। লোকেশ রাহুলের সঙ্গে সম্পর্কেরও অবনতি টিমের। অবশেষে বিচ্ছেদ। ঋষভ পন্থের কাঁধে একাধিক চাপ। লখনউ শিবিরে যোগ দিয়ে সতীর্থদের পেপ-টক দিয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর বক্তব্য মনে ধরেছিল টিমের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কারও। মুখের কথা, আর কাজের মাঝে অনেক পার্থক্য।
লখনউয়ের সঙ্গে বেশ কয়েক দিন ধরেই প্রস্তুতি করছেন ঋষভ পন্থ। কিন্তু ম্যাচ প্র্যাক্টিস? দীর্ঘ দিন নেই। সেই বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলেছিলেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে টিমে ছিলেন। কিন্তু একটা ম্যাচেও খেলানো হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই চিত্র। বেঞ্চে বসেই চ্যাম্পিয়নের ট্রফি। যা টিম হিসেবে গর্বের হলেও ব্যক্তিগত ভাবে আদৌ কি? এই প্রশ্ন থাকেই।
ঋষভ পন্থের কাছে তাই আইপিএল আপাতত সেরা মঞ্চ। সবচেয়ে দামি ক্যাপ্টেন, প্লেয়ার হয়েছেন। প্রয়োজন এবার নামী হওয়ারও।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





