Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Himmat Singh: আইপিএলে অভিষেকে ‘হিম্মত’ দেখানোর সুযোগই পেলেন না হিম্মত সিং

সনেট ক্রিকেট ক্লাবে তারক সিনহার অধীনে অনুশীলন করতেন হিম্মত সিং। ব্রেট লির বোলিং ছিল খুবই পছন্দের। তখন থেকেই ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন বুঁনতে শুরু করেছিলেন।

Himmat Singh: আইপিএলে অভিষেকে 'হিম্মত' দেখানোর সুযোগই পেলেন না হিম্মত সিং
আইপিএলে অভিষেকে 'হিম্মত' দেখানোর সুযোগই পেলেন না হিম্মত সিং
Follow Us:
| Updated on: Apr 13, 2025 | 12:43 PM

কলকাতা: সাত বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি। স্কুল ক্রিকেটে রয়েছে অপরাজিত ২৫০ রানের রেকর্ডও। এ বছর লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে আইপিএলে দেখা গিয়েছে তাঁকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে একাদশে থাকলেও ব্যাটে বা বলে কোথাও দেখা মিলল না তাঁর। অনেক হিম্মত থাকলেও, হিম্মত সিং (Himmat Singh) তা দেখানোর সুযোগ পেলেন না।

সনেট ক্রিকেট ক্লাবে তারক সিনহার অধীনে অনুশীলন করতেন হিম্মত। ব্রেট লির বোলিং ছিল খুবই পছন্দের। তখন থেকেই ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন বুঁনতে শুরু করেছিলেন। কিন্তু শেষ অবধি শুধু বোলার নয়, হিম্মত হন অলরাউন্ডার।

দিল্লির মডার্ন পাবলিক স্কুলে পড়াশোনা। এই স্কুলে পড়েছেন গৌতম গম্ভীর, উন্মুক্ত চাঁদের মতো ক্রিকেটাররা। এক সময় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী উন্মুক্ত চাঁদের জন্য হিম্মত অনুপ্রাণিত হন। ২০১৯ সালে প্রথম আরসিবিতে সুযোগ পান। ৬৫ লক্ষ টাকায় বিরাটের টিম তাঁকে দলে নেয়। কিন্তু সে বার আইপিএলে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। পরের বছর তাঁকে ছেড়ে দেয় আরসিবি।

তারপর থেকে আর আইপিএলে সুযোগ পাননি। নিজের খেলায় তাই বদল আনার চেষ্টা করতে থাকেন হিম্মত। ব্য়াটিংয়ের ধার বাড়াতে থাকেন। এরপর গত বছর হিম্মত দিল্লি প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন। ৯ ইনিংসে ১৬৫ স্ট্রাইক রেটে ৬৩ এর বেশি গড়ে ৩৮১ রান করেন তিনি। এরপরই জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে লখনউ সুপার জায়ান্টস ৩০ লক্ষ টাকায় কেনে। মিচেল মার্শের পরিবর্তে শনিবার একাদশে সুযোগ পেয়েছিলেন হিম্মত। কিন্তু ব্যাটে-বলে সুযোগ পাননি। হিম্মত তাতে ভরসা হারাচ্ছেন না। নিশ্চিত ভাবেই আরও হিম্মত দেখিয়ে সুযোগের অপেক্ষায় থাকবেন।