Border-Gavaskar Trophy: আড়াই দিনেই শেষ দুটি টেস্ট, ইন্দোরের পিচ ঘূর্ণি থাকবে না?

তিনদিনে শেষ পর পর দুটো টেস্ট। দর্শকরা অখুশি। পিচ ভেঙে যাওয়ায় ভারতীয় স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছেন। এ কথা মাথায় রেখেই কি হোলকার স্টেডিয়ামের বাইশ গজ বদলের পথে হাঁটল বোর্ড?

Border-Gavaskar Trophy: আড়াই দিনেই শেষ দুটি টেস্ট, ইন্দোরের পিচ ঘূর্ণি থাকবে না?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 3:02 PM

ইন্দোর: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুটি টেস্ট জিতে সিরিজে ভারত (Team India) ২-০ এগিয়ে। অস্ট্রেলিয়ান (Australia) টিম যেন খেলতেই পারছে না। আড়াই দিনেই শেষ হয়ে যাচ্ছে টেস্ট ম্যাচ। অজি টিম সেই অর্থে লড়াই করতে না পারায় খেলার মজাটাই যেন হারিয়ে যাচ্ছে।  ভারত ও অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। তার আগে চলছে যুদ্ধকালীন প্রস্তুতি। ম্যাচের জন্য তৈরি করা হয়েছে লাল মাটির পিচ। যাতে পিচ দ্রুত না ভেঙে যায়। যাতে ম্যাচ পাঁচদিন গড়ায় তৃতীয় টেস্ট। আর সেই লক্ষ্য নিয়েই হোলকার স্টেডিয়ামে বাইশ গজ ঢেলে সাজানোর কাজ চলছে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

প্রথম দুটি টেস্ট মাত্র আড়াই দিনেই শেষ হয়ে যায়। দুটি টেস্টেই ভারতের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে অজিরা। সেই দুটি ম্যাচের ফলাফল মাথায় রেখেই তৈরি করা হয়েছে হোলকার স্টেডিয়ামের পিচ। আশা করা হচ্ছে, এই ম্যাচে ব্যাট ও বলের সমান লড়াই হবে। কালো মাটির পিচ দ্রুত ভেঙে যায়। তাই মুম্বই থেকে লাল মাটি এনে তৈরি করা হয়েছে এই পিচ। এর ফলে টেস্ট পাঁচদিন ধরে চলবে এবং দর্শকরা একটি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাবেন বলেও ধারণা করা হচ্ছে।

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে রোহিত শর্মার দল। কিন্তু নাগপুরে প্রথম টেস্ট ও দিল্লির দ্বিতীয় টেস্ট, দুটি ম্যাচই তিনদিনেই শেষ হয়ে গিয়েছিল। কারণ, পিচ থেকে স্পিনাররা অনেকটা সাহায্য পাচ্ছিলেন। এ দিকে, বাকি দুটি স্টেডিয়ামের তুলনায় হোলকার স্টেডিয়ামটি অনেকটা ছোটো। প্রচুর রান উঠতে পারে এই টেস্টে। এর মধ্যেই একটি পিচ বিশেষ লালমাটির। স্টেডিয়ামে দর্শকদের বসার জন্য নতুন করে আসন বসানো হচ্ছে। মাঠের স্কোরবোর্ডও ঠিক করা হয়েছে। মাঠে সাজসজ্জার কথা মাথায় রেখে বিশেষ মেশিন দিয়ে ঘাস কাটার কাজও করা হচ্ছে।

পয়লা মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। ইতিমধ্যেই ম্যাচের টিকিট বুকিংও শুরু হয়ে গেছে। টিকিট পাওয়া যাচ্ছে insider.in এবং মোবাইল অ্যাপ Paytm এবং Paytm Insider এর মাধ্যমে বুক করা যাবে টিকিট। এই ম্যাচের জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ৩১৫ টাকা এবং সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১৯৬৮ টাকা। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট বুক করতে পারবেন।